সাপাহারে বিশ্ব জলাভূমি দিবস উদযাপন

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
'আমাদের ভবিষ্যতের জন্য জলাভূমি রক্ষা করি' প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাপাহারের ঐতিহ্যবাহী জবাই বিলের চাইলা কাঠি এলাকায় জবই বিল জীববৈচিত্র সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা ও বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ব্যান্যারে দিবসটি উদযাপন করা হয়েছে। সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিতর্ যালি ও আলোচনা সভায় বক্তারা জবই বিলের জলাভূমিকে সংরক্ষণ করতে সরকারকে কার্যকর ভূমিকা ও বিলের জীববৈচিত্র সংরক্ষণে বিলের কোন এক অংশে বিশেষ জীববৈচিত্র সংরক্ষণিত অঞ্চল হিসেবে গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির (বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী), সংস্থার প্রচার সম্পাদক ফাহাদ ফরহাদসহ অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।