নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর শত্রম্নতার জেরে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও নগদ সাত লাখ টাকা এবং ১৫ ভরি স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটেছে। গত শনিবার উপজেলার রূপগঞ্জ মধ্যপাড়া এলাকার হোসেন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাধা দেওয়ায় হোসেন মিয়ার স্ত্রী ইয়ামন সনিয়া (২৯) পুত্র জুনায়েদ (১৯) ও পুত্রবধূ সাদিয়া সুলতানাকে (১৮) পিটিয়ে গুরুতর আহত করেছে হামলাকারীরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের নিয়ে যায়। এদের মধ্যে জুনাইদের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৯৯৯ কল পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় হোসেন মিয়ার স্ত্রী ইয়ামন সনিয়া বাদী হয়ে একই এলাকার রফিকুল (৩৫), মোমেন (৪২), খায়রুল (৪০), মো সাজু (৪০), মো. রনি (২১), মো. রতন ওরফে কেডি (৫৫), দেলোয়ার (৩২), মো. শাওন (২৫), মোরশেদের (৩০) বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।