নেছারাবাদে কথিত প্রেমিকের বাড়ির কাছে প্রেমিকার ঝুলন্ত লাশ

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
নেছারাবাদে কথিত প্রেমিকের বাড়ির কাছে আমড়া গাছ থেকে মিম আক্তার (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন প্রেমিক নুরুল আমীন। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে দেখে মৃত বলে ঘোষণা করেছেন। শনিবার গভীর রাতে উপজেলার সোহাগদল গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের বাড়ির কাছে এ ঘটনা ঘটেছে। নুরুল আমীন ওই গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের ছেলে। মিম আক্তার সারেংকাঠি ইউনিয়নের বিষ্ণুকাঠি গ্রামের মৃত মাসুম মিয়ার মেয়ে। এ ঘটনায় পুলিশ কথিত প্রেমিক নুরুল আমীনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেছে। মিম আক্তারের মাতা নারগিস আক্তারের দাবি, তার মেয়েকে নুরুল আমীন হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে। তবে, পুলিশ বলেছেন বিষয়টি প্রেমঘটিত ব্যাপার। ওই মেয়ের নানী বৃদ্ধ ফরিদা বেগম অভিযোগ করেন, তার নাতি মিমের তিন বছর পূর্বে বিবাহ হয়েছে। সেই সংসারে একটি দুই বছরের বাচ্চা রয়েছে। মিমকে তার স্বামী প্রায়ই মারধর করত। এ কারনে রাগ করে আমাদের বাড়িতে চলে আসে। নরুল আমীন নামে এক যুবক তাকে ভালবাসত। মিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামীর সংসার থেকে ছাড়াতে নুরুল আমীন সহায়তা করেছে। এখন সে মিমকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। পরে বিয়ের দাবিতে মিম আক্তার সোহাগদল গ্রামের নুরুল আমীনের বাড়িতে যায়। তারা তাকে অত্যাচার করে মেরে ফেলেছে। একই অভিযোগ করেন মিমের মা নারগিস আক্তার। এ ব্যাপারে কথা বলার জন্য কথিত প্রেমিক নুরুল আমীনের পরিবার রাজি হয়নি। নেছারাবাদ থানার ওসি বনি আমিন জানান, মিমের লাশ নেছারাবাদ হাসপাতাল থেকে আনা হয়েছে। জানতে পেরেছি বিষয়টি প্রেমঘটিত। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নুরুল আমীন নামে একজনকে আটক করা হয়েছে। লাশ পিরোজপুর মর্গে পাঠানো হচ্ছে। তবে এ ব্যাপারে এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।