বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

শেরপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শেরপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে দুই কিলোমিটার এলাকাজুড়ে কয়েক হাজার মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শনিবার ঢাকা-রংপুর মহাসড়কের শেরপুর শহরের ধুনটমোড় থেকে কলেজরোড় পর্যন্ত উপজেলা বিএনপির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ফ্লাইওভার নির্মাণের দাবিটি শেরপুরবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে।

এটি নির্মাণ করা না হলে এই উপজেলার মানুষ চরম বিপদে পড়বেন। ইতিমধ্যেই মহাসড়কটি পারাপারে সীমাহীন ভোগান্তি তৈরি হয়েছে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিনের সঞ্চালনায় কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, সদস্য আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সহ-সভাপতি মাহবুবুল আলম হিরু প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে