শার্শায় গড়ে উঠেছে পুষ্টি নিরাপত্তায় মডেল বাগান

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

শার্শা (যশোর) প্রতিনিধি
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সামটা গ্রামে পুষ্টি সমৃদ্ধ নিরাপদ ফসল গ্রাম বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন জাতের সবজির বীজ, বিভিন্ন ধরণের চারা গাছ, সার,গার্ডেন নেট এবং ঝাঝরি বিতরণ করা হয়েছে। উপকারভোগী কৃষক-কৃষাণী বসতবাড়ির অনাবাদি পতিত ও পরিত্যক্ত জায়গা ব্যবহার করে নিজেদের পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করছেন। উপজেলার সামটা গ্রামের সাহিদা খাতুন বলেন, উপজেলা কৃষি অফিসের সহায়তায় তিনি তার বসতবাড়িতে বেড করে বিভিন্ন সবজির আবাদ করেছেন। পারিবারিক চাহিদা মিটানোর পরে অতিরিক্ত সবজি বিক্রয় করে আর্থিক ভাবে স্বাবলম্বী হচ্ছেন। উপজেলার সামটা গ্রামের কৃষক সাজাহান মোড়ল জানান, তিনি কৃষি অফিস থেকে বিভিন্ন রকমের সবজির বীজ, বিভিন্ন প্রকার চারা গাছ, সার, নেট, ঝাঝরি পেয়েছেন। শার্শা উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা জানান, পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ ও অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনা ব্যবহারের লক্ষ্যে প্রকল্পের আওতায় ৭৮ পরিবারের মধ্যে ৩ মৌসুমের সবজির বীজ, রাসায়নিক ও জৈব সার, গার্ডেন নেট, ঝাজরি, ফলদ, ওষুধি ও মসলা জাতীয় ফসলের বীজ ও চারা বিতরণ করা হয়েছে।