বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

১০ ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
১০ ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দেশের ব্যাস্ততম নৌরুট দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় বন্ধ থাকার পর দীর্ঘ সাড়ে ১০ ঘন্টা পর (রোববার) সকাল নয়টা থেকে শুরু হয়েছে।

এর আগে, শনিবার রাত সাড়ে ১০টা থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বিআইডবিস্নউটিসি কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রাখে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দৃষ্টিসীমা শূন্যের কোঠায় নেমে আসে যার ফলে নৌ চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়।

বিআইডবিস্নউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা শূন্য হয়ে গিয়েছিল। তবে কুয়াশা কমে আসায় রোববার সকাল ৯টার দিকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে নৌপথ নিরাপদ রয়েছে।

এই দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রী ও পণ্যবাহী যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় যাত্রী ও পরিবহন চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে