কিশোগঞ্জের হাওড়ে সারের সংকট, কৃষক দিশেহারা
প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোগঞ্জের বাজিতপুর, নিকলী, কুলিয়ারচর, অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনা উপজেলার অর্ন্তগত কয়েক লাখ কৃষক গত কয়েক দিন ধরে এম ও পি, ডি এ পি ও ট্রিপল ফসফেট সার না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। যদিও কৃষকরা এইসব সার পেতে যায় তাহলে তাদের সরকারি দামের চেয়ে ৫০-১০০ টাকা বেশি দাম দিয়ে হাওড়ের ইউনিয়ন ভিত্তিক সাব ডিলারের কাছ থেকে কিনে নিতে বাধ্য হচ্ছে। যদিও হাওরের কৃষকদের একমাত্র মৌসুম ইরি ও বোরো ধান। তাদের সার না পেলে এরই ও বোরো ধান জমিতে উৎপাদন ক্ষমতা অর্ধেকে নেমে আসতে পারে বলে তারা ধারনা করছেন। গত শনিবার হুমাইপুর, আইনারগুপসহ কয়েকটি হাওড়ে গেলে কৃষকরা বলেন, এমনি তাদের কাছে সরকারি মূল্য দেওয়া টাকা ছাড়া সার কিনা সম্ভব নয়। তার পরেও সাব ডিলাররা সারের সংকট দেখিয়ে উচ্চমূল্য নিচ্ছে বলে তাদের অভিযোগ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর সারের কোন অভাব নেই। যারা কৃষকের সার সরকারি মূল্য ব্যতিরেকে উচ্চমূল্যে বিক্রি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।