যোগদান করলেন উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান মে. জে. (অব.) অনুপ কুমার

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

স্টাফ রিপোর্টার, রাঙামাটি
রোববার সকাল ১০ টায় রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যান মে. জে. (অব.) অনুপ কুমার চাকমাকে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান এর সঙ্গে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের রাঙামাটিস্থ বোর্ডের প্রধান কার্যালয়ের কর্ণফুলী সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শুরু হওয়ার পূর্বে বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা এর সঞ্চালনায় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি পর্ব শেষে বোর্ডের সার্বিক কর্মকান্ড নিয়ে উপপরিচালক মংছেনলাইন রাখাইন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সার্বিক বিষয়াবলীর উপর প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করেন। এ সময় বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন স্কিম/প্রকল্পসমূহের গুরুত্বপূর্ণ ও উলেস্নখযোগ্য কর্মকান্ডের অগ্রগতি সম্বন্ধে ভাইস-চেয়ারম্যান অবহিত করেন। অনুপ কুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ করায় সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তার দীর্ঘ কর্মময় জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় উন্নত-সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে এবং পার্বত্যবাসীর কল্যাণে বোর্ডের উন্নয়নমূলক কর্মকান্ড সুষ্ঠুভাবে সম্পাদনের আশা ব্যক্ত করেন। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা, বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা (যুগ্মসচিব), সদস্য-অর্থ জসীম উদ্দিন (উপসচিব), সদস্য-বাস্তবায়ন জাহিদ ইকবাল (উপসচিব), সদস্য সচিব ও সদস্য প্রশাসন সুজন চৌধুরী (উপসচিব)সহ উপপরিচালক মংছেনলাইন রাখাইন, হিসাব রক্ষণ কর্মকর্তা কল্যানময় চাকমা, রাঙামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা (চ.দা.), রাঙামাটি, সদ্য সমাপ্তকৃত টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের ব্যবস্থাপক (পরিকল্পনা) এয়াছিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।