বরগুনার তালতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছে। এ ঘটনায় এজনকে আটক করেছে পুলিশ। এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও লক্ষীপুরের রামগঞ্জে বিদু্যৎস্পৃষ্টে দুইজন এবং চট্টগ্রামের চন্দনাইশে গাছ কাটতে গিয়ে ডালচাপায় একজনের মৃতু্য হয়েছে।
তালতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার তালতলীতে মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্বের জেরে আরাফাত খান (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাগর নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার শারীরিকখালী ইউনিয়নের কচুপাত্র বাজারে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আরাফাত খান উপজেলার শারীকখালী ইউনিয়নের বাদুরগাছা গ্রামের জলিল খানের ছেলে। তিনি পেশায় মটরসাইকেল চালক। এ সময় নিহত আরাফাতের সঙ্গে থাকা হাবিব উলস্নাহ গুরুত্ব আহত হয়।
জানা যায়, উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. আরাফাত সিকদার ও তার আপন ভাই সোহেল সিকদার এবং চাচতো ভাই বাইজিদ সিকদার কচুপাত্রা বাজারে মাদকবিক্রি করেন। এ নিয়ে তাদের দ্বন্দ্ব চলছিল। গত শনিবার রাতে আরাফাত খান তার প্রতিবেশী হাবিব উলস্নাহকে নিয়ে কচুপাত্রা বাজারে যাচ্ছিলেন। এ সময় পচাকোড়ালিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি আরাফাত সিকদার ১০-১২ জন আরাফাতের গতিরোধ করে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।
তালতলী থানার ওসি শাহজালাল বলেন, হত্যার ঘটনায় সাগর নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সিগারেট খাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদু্যৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃতু্য হয়েছে। এ সময় সালমান (২১) নামের আরেক শ্রমিক গুরুকর আহত হন। রোববার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ সরকারি প্রাইমারি স্কুল ভবনের তিনতলার একটি কক্ষের নির্মাণ কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত কামাল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ও আহত সালমান একই উপজেলার কামালপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।
জানা যায়, ওই বিদ্যালয়ের তৃতীয় তলার ছাদে কাজ করার সময় লোহার রড বৈদু্যতিক তারের স্পর্শে আসলে রাজ শ্রমিক কামাল ও সালমান বিদু্যৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর গ্রামের পাঠান বাড়িতে রোববার সকালে টিউবওয়েলের পাইপ স্থাপনকালে বৈদু্যতিক তারে জড়িয়ে নাঈম (১৭) নামের শ্রমিকের মৃতু্য হয়েছে। নিহত নাঈম ভোলা সদর উপজেলার বনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের নূরনবী ও নুর নাহার দম্পতির একমাত্র ছেলে।
নাঈমের সঙ্গে কাজ করা এক শ্রমিক জানান, তারা সেখানে গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) স্থাপনের কাজ করছিলেন। পাইপ উত্তোলন করতে গিয়ে একটি পাইপ পাশে থাকা বিদু্যতের তারের উপর পড়ে যায়। এতে বিদু্যৎস্পৃষ্ট হয়ে তাদের চার শ্রমিক আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার ওসি আবুল বাসার বলেন, হাসপাতালের মাধ্যমে আমরা সংবাদ পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ হস্তান্তর করা হবে।
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশে ক্রয় করা গাছ কাটতে গিয়ে গাছের ডাল চাপা পড়ে এক গাছ ব্যবসায়ীর মৃতু্যর ঘটনা ঘটেছে। তার নাম মনিরুল হক শিবলু (৩৫)। শনিবার সন্ধ্যায় সাতকানিয়ার খাগরিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিবলু চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ভান্ডারীপাড়ার নুরুল হক ভান্ডারীর ছেলে।
স্থানীয় প্রতিবেশীদের সূত্রে জানা যায়, ওই এলাকার নুরুল হক ভান্ডারীর ছেলে গাছ ব্যবসায়ী মনিরুল হক শিবলু কিছুদিন আগে সাতকানিয়ার খাগরিয়া এলাকা থেকে গাছ ক্রয় করেন।
শনিবার শ্রমিকদের দিয়ে ক্রয় করা গাছ কাটছিলেন তিনি। এ সময় গাছের নিচে থাকা অবস্থায় সন্ধ্যার দিকে হঠাৎ একটি বড় ডাল এসে তার উপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।