বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আট জেলায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি

স্বদেশ ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আট জেলায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি
আট জেলায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি

আট জেলায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জেলাগুলো হলো- মেহেরপুর, নাটোর, বান্দরবান, চট্টগ্রাম দক্ষিণ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর। এর মধ্যে মেহেরপুরে পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। বাকিগুলো আংশিক কমিটি।

রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আঞ্চলিক অফিষ, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

চট্টগ্রাম বু্যরো জানায়, ইদ্রীস মিয়াকে আহবায়ক ও লায়ন মো. হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নেতাদের নাম ও পদবি জানানো হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আলী আব্বাসকে। আংশিক এই কমিটিতে আরও আছেন লিয়াকত হোসেন ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। তাদের দুইজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এর মধ্যে ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং লায়ন হেলাল উদ্দিন আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব ছিলেন।

নতুন কমিটির বাকিদের মধ্যে আলী আব্বাস জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত সাবেক পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে। তবে নতুন কমিটির আরেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

উলেস্নখ্য, গত ১ সেপ্টেম্বর বিলুপ্ত করা হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি। এরপর দ্রম্নত সময়ের মধ্যে নতুন কমিটি ঘোষণার আভাস দিলেও পাঁচ মাস পেরিয়ে যায়। সর্বশেষ রোববার কমিটি ঘোষণা করা হল।

স্টাফ রিপোর্টার, নোয়াখালী জানান, মাহবুব আলমগীর আলোকে আহ্বায়ক এবং হারুনুর রশীদ আজাদকে সদস্যসচিব করে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে অ্যাডভোকেট এবিএম জাকারিয়াকে যুগ্ম আহবায়ক এবং এজেডএম গোলাম হায়দার বিএসসি ও অ্যাডভোকেট আবদুর রহমানকে সদস্য করা হয়েছে।

রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত কয়েকদিন থেকে নোয়াখালী জেলা বিএনপির কমিটি নিয়ে ব্যাপক আলোচনা চলছিল।কে হচ্ছেন নোয়াখালী জেলা বিএনপির কান্ডারি? কত সদস্যের কমিটি হবে? আহ্বায়ক কমিটি হলে, কে হবেন আহ্বায়ক? কে হবেন যুগ্ম আহ্বায়ক কিংবা সদস্যসচিব? এমন নানা প্রশ্ন গুরুপাক খাচ্ছিল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে।

দলীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলা বিএনপির সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল ২০১৭ সালের মে মাসে। তখন সভাপতির দায়িত্ব পান এজেডএম গোলাম হায়দার বিএসসি। আর সাধারণ সম্পাদক করা হয় অ্যাডভোকেট আবদুর রহমানকে। ওই কমিটির মেয়াদ শেষ হয়েছে গঠনের দুই বছরের মাথায়। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ প্রায় ছয় বছর। আন্দোলন-সংগ্রামের কারণে কমিটি পুনর্গঠন নিয়েও তেমন আলোচনা ছিল না। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলা বিএনপির নতুন কমিটি গঠন নিয়ে শুরু হয় নানা আলোচনা। দলের দায়িত্ব পেতে আগ্রহী জ্যেষ্ঠ নেতারাও কেন্দ্রের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দেন। পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা কাছের লোকজনের মাধ্যমেও দলে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা অব্যাহত রাখেন।

নব ঘোষিত আহবায়ক কমিটির আহবায়ক মাহবুব আলমগীর আলো তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগের তুলনায় প্রাপ্তির হিসাব ছিল কম। ঢাকায় কেন্দ্রীয় বিএনপির রাজনীতি থেকে সরে এসে তিনি নিজ জেলা নোয়াখালীর রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৭৭ সালে স্কুলের ছাত্র থাকা অবস্থায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের হাঁ-না ভোটের সময় থেকেই ছাত্রদলের সঙ্গে যুক্ত হন তিনি। এরপর কলেজে পড়াকালীন তিনি সোনাপুর কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। নোয়াখালী জেলা ছাত্রদলের আহবায়ক ছিলেন এবং সেসময় নোয়াখালী সরকারি কলেজ থেকে ভিপি ইলেকশন করেন। জেলা ছাত্রদলের আহবায়ক থাকা অবস্থায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য হন। কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ছিলেন (দুদু-রিপন পরিষদ)। কেন্দ্রীয় ছাত্রদলের (জালাল বাবলু পরিষদ) সহ সম্পাদক ছিলেন। এরপর ডাকসুর ভিপি আমান উলস্নাহ আমানের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির ৮ নং সদস্য হন এবং পূর্ণাঙ্গ কমিটির সহসভাপতি ছিলেন। কেন্দ্রীয় যুবদলের (আব্বাস- গয়েশ্বর) কমিটির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এরপর যুবদলে কেন্দ্রীয় কমিটির (বুলু- আলাল) কমিটির বিশেষ সম্পাদক হন। নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ছিলেন। সুধারাম থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

অপরদিকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়া হারুনুর রশীদ আজাদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে রয়েছে অনেক সাফল্যের স্মৃতি। জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সেই থেকে তার রাজনৈতিক জীবনের উত্থান, একাধারে তিনি কয়েকবার নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি দায়িত্ব পালন করেন। এরপর নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই নেতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক থাকাকালীন নোয়াখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন। জননন্দিত নেতা হিসেবে তিনি দুই দুইবার মেয়র নির্বাচিত হন।

কমিটিতে সিনিয়র যুগ্ন আহবায়ক করা হয় নোয়াখালী জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এ বি এম জাকারিয়াকে।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এদিকে কমিটি ঘোষণার খবরে জেলা শহরে আনন্দ মিছিল করেছেন নবগঠিত কমিটির আহবায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতার অনুসারীরা। তবে নবগঠিত কমিটিতে সিনিয়রদের না রাখায় ক্ষুব্ধ হয়েছেন সিনিয়র নেতারা।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে জেলা বিএনপির সাত সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবির, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান,সাবেক সিনিয়র সহসভাপতি আতাউর রহমান আতা,সাবেক সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদিন কায়সার ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৮ জুন আফরোজা খান রিতাকে সভাপতি এবং মঈনুল ইসলাম খান শান্তকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির কমিটি করা হয়। এর পর ২০১৯ সালের ১ জুলাই জামিলুর রশিদ খানকে আহ্বায়ক ও এস এ জিন্নাহ কবিরকে সদস্য সচিব করে ৬৩ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়। এরপর ২০২১ সালের ১৪ মার্চ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির কমিটি নির্বাচিত হয়। এতে আফরোজা খান বিপুল ভোটে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এস এ জিন্নাহ কবির। এরপর আজ এই কমিটি বিলুপ্তি ঘোষণা করে আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে সাত সদস্যের এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এ দিকে জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার খবরে জেলা শহরে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছেন আফরোজা খান রিতার অনুসারী হিসেবে পরিচিত জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দলসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আফরোজা খান রিতা সাংবাদিকদের বলেন, 'আমাদের নতুন কমিটি হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও অনেক বড় দায়িত্ব দিয়েছেন। দ্রম্নতই আহ্বায়ক কমিটির সভা ডেকে পরের কার্যক্রম গ্রহণ করা হবে।'

নাটোর প্রতিনিধি জানান, নাটোর জেলা বিএনপির ১৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সাবেক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজকে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করাহয়েছে। রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আহ্বায়ক কমিটিতে ১নম্বর যুগ্ম আহবায়ক করা হয়েছে গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ রয়েছেন। এছাড়াও যুগ্ম আহ্বায়ক পদে জিলস্নুর রহমান চৌধুরী বাবুল, মিজানুর রহমান ডিউক, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব ও দাউদার মাহমুদ রয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, সাবিনা ইয়াসমিন ছবি, আবুল কাসেম, তারিকুল টিটু, ব্যারিস্টার আবু হেনা মোস্তফা, সুফিয়া হক এবং শ্রী রঞ্জিত কুমার সরকার। রোববার সকালে ফেসবুকে বিএনপির মিডিয়া সেলে ওই কমিটি প্রকাশ করা হয়। এর আগে গত ০২ জানুয়ারী পূর্বঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেন রুহুল কবির রিজভী।

উলেস্নখ্য, ২০১৯ সালের ৫ জুলাই ৪৩ সদস্যবিশিষ্ট নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। সেই কমিটিতে আহ্বায়ক করা হয়েছিল আমিনুল হককে ও সদস্য সচিব রহিম নেওয়াজকে ঘোষণা করা হয়। আহবায়ক আমিনুল হকের মৃতু্যতে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় শহিদুল ইসলামকে বাচ্চু।

জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, নতুন বাংলাদেশ গঠনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নতুন কমিটি সার্বক্ষণিক কাজ করবো।

জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক সকলের কল্যানে কাজ করবো। এ বিষয়ে তিনি সাংবাদকর্মীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহবায়ক হিসেবে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ। প্রথম যুগ্ম আহবায়ক রয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এছাড়াও যুগ্ম আহবায়ক হিসেবে আছেন মাসুকুল ইসলাম রাজীব ও শরীফ আহম্মেদ টুটুল। সদস্য হয়েছেন জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি বীরমুক্তিযুদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে