কুমিলস্নার মনোহরগঞ্জে ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা -যাযাদি
যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে মনোহরগঞ্জের মৈশাতুয়া নীলকান্ত সরকারি কলেজ মাঠে ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শনিবার বিকাল ৪টায় ফাইনাল ম্যাচ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক সফিকুর রহমান সফিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ পরান, যুবদল নেতা হাসান পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসীম মেহেদী, মৈশাতুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
ফাইনাল খেলায় মৈশাতুয়া ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাদশ-মৈশাতুয়া তারেক জিয়া ঐক্য পরিষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।