বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
ফুলবাড়ীতে ঠান্ডা উপেক্ষা করে বোরো চাষ

রাজশাহীতে বিএডিসির বীজে আলুর বাম্পার ফলন

স্বদেশ ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রাজশাহীতে বিএডিসির বীজে আলুর বাম্পার ফলন
রাজশাহীতে বিএডিসির বীজে আলুর বাম্পার ফলন

রাজশাহীতে বিএডিসির বীজে আলুর বাম্পার ফলন হয়েছে। অপরদিকে, কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাঘের ঠান্ডা উপেক্ষা করে বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। আঞ্চলিক অফিস ও প্রতিনিধির পাঠানো খবরে বিস্তারিত-

রাজশাহী অফিস জানিয়েছে, রাজশাহীতে বিএডিসির বীজে আলুর বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। চলতি রবি মৌসুমে রাজশাহীতে চাষিরা ১৪ লাখ ৫২ হাজার ৩৬৭ কেজি বিএডিসির বিভিন্ন জাতের আলু বীজ রোপণ করেছেন। এসব জমিতে আলুর গাছ ভালো হয়েছে এবং পর্যাপ্ত আলু ধরা শুরু হয়েছে।

সম্প্রতি জেলার তানোর, বাগমারা, গোদাগাড়ী, পবা, মোহনপুর, দূর্গাপুর, পুঠিয়া এলাকার আলুর ক্ষেত পরিদর্শন এবং কৃষকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এ বছর রাজশাহীতে লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে আলুর চাষাবাদ হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শেষ পর্যন্ত আবহাওয়া আলু চাষের অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে বলে জেলা কৃষি বিভাগ আশা করছে।

কৃষি কর্মকর্তারা জানায়, চলতি মৌসুমে জেলায় ৩৮ হাজার ৫ শত হেক্টর জমিতে আলুর চাষাবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে তিন হাজর হেক্টর বেশি। জেলার সকল উপজেলায় বিভিন্ন বে-সরকারি বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক সরবরাহকৃত আলু বীজের চাষাবাদ হয়েছে। যাতে ফলন ভাল হবে।

শনিবার জেলার তানোরে শামসুর রহমান সামা নামের এক কৃষকের বিএডিসির আলু বীজে চাষাবাদকৃত ক্ষেত পরিদর্শন করেন রাজশাহী বিএডিসি এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। আলু ক্ষেত পরিদর্শনকালে সামা জানান, বর্তমানে তার জমির আলুর গাছের অবস্থা খুবই ভালো এবং আলু ধরাও শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে আলুর বাম্পার ফলের সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

অপরদিকে, বিএডিসি (বীজ বিতরণ) রাজশাহীর উপ-পরিচালক কেএম গোলাম সারওয়ার জানান, বিএডিস্থির আলু বীজ দামে কম কিন্তু মানে ভালো। এ বছর শুধু রাজশাহীর বিভিন্ন উপজেলায় ১৪ লাখ ৫২ হাজার ৩৬৭ কেজি আলু বীজ রোপণ করা হয়েছে। যার ফলাফল এখন পর্যন্ত খুবই সন্তোষ জনক।

শনিবার তানোরে শামসুর রহমান সামার আলু ক্ষেত পরিদর্শন করেন রাজশাহী জেলা বীজ ডিলার এসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হাসনাইন হিকল, সহ-সভাপতি মাজদার রহমান, সাংগাঠনিক সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক সেলিম হোসেন, নোয়াপাড়া কোম্পানির কর্মকর্তা ফারুক হোসেন বাবু, হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাক প্রমুখ।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নে মাঘের তীব্র ঠান্ডা উপেক্ষা করে চলছে বোরো চারা রোপণ কার্যক্রম। এখন মাঠে মাঠে দেখা যাচ্ছে কৃষকের বোরো চাষের কর্ম ব্যস্ততা। জমি তৈরি, সেচ প্রদান, হালচাষসহ নানা কর্মব্যস্ততা দেখা যাচ্ছে কৃষকের।

উপজেলার ছয় ইউনিয়নে এবার ১০ হাজার ১৯০ হেক্টরের বেশি জমিতে বোরো চারা রোপণ শুরু হয়েছে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস জানিয়েছে। একজন দিনমজুর প্রতিদিন চারা রোপণ করছেন ৬ থেকে ৮০০ টাকায়। এতে দিনমজুরদের কর্মব্যস্ততা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এখানে ৩৩ শতাংশের এক বিঘা জমিতে বোরোধান চারা বীজতলা থেকে তুলে রোপণ করতে দিনমজুররা নিচ্ছেন ১ হাজার ৬০০ টাকা।

স্থানীয় দিনমজুর এমদাদুল হক জানান, 'ফুলবাড়ীতে বোরোধান চাষের মৌসুম আসায় আমরা এখন ব্যস্ত সময় পাড় করছি। কৃষকের বোরো চাষের জমিতে ধান চারা রোপণ করে আমাদের প্রত্যেকের দৈনিক আয় হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা।'

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন জানান, বোরো চাষে কৃষকের আগ্রহ বেড়ে যাওয়ায় গতবারে চেয়ে এবার এখানে চাষের লক্ষমাত্রা বেড়েছে। এবার এখানে ১০ হাজার ১৯০ হেক্টরের বেশি জমিতে বোরো চাষ হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে