ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নেতৃত্বে বিজন ও বাহার মোলস্না

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
জাবেদ রহিম বিজন মো. বাহারুল ইসলাম মোলস্না
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার প্রেস ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কার্য নির্বাহী পরিষদের ১১ পদের মধ্যে ৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকী দুটি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ক্লাবের ৩৬জন সদস্যের মধ্যে ৩৫জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে জাবেদ রহিম বিজন (দৈনিক মানবজমিন) ও সাধারণ সম্পাদক পদে মো. বাহারুল ইসলাম মোলস্না (দৈনিক যায়যায়দিন) পুনরায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে জসিম উদ্দিন (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), সহ-সভাপতি পদে ইব্রাহিম খান সাদাত (দৈনিক কুরুলিয়া) যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৈয়দ রিয়াজ আহমেদ অপু (দৈনিক ভোরের কাগজ), অর্থ সম্পাদক পদে মোশাররফ হোসেন বেলাল (বাংলাদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক পদে ফরহাদুল ইসলাম পারভেজ (দৈনিক আলোকিত বাংলাদেশ), কার্যকরী সদস্য পদে শাহজাহান সাজু (দৈনিক করতোয়া) ও নজরুল ইসলাম ভূইয়া বিলস্নাল (দৈনিক ইষ্টার্ন মিডিয়া) বিজয়ী হন। পাঠাগার ও ক্রীড়া সম্পাদক পদে মজিবুর রহমান খান (প্রতিদিনের সংবাদ) ও সংস্কৃতি ও প্রযুক্তি সম্পাদক পদে মোজাম্মেল চৌধুরী (আজকালের খবর) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনের নির্বাচন কমিশনার ইকরামুল হক (নাহিদ) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।