বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বকশীগঞ্জে গাঁজা সেবনে বাধা দেওয়ায় নারীকে দা দিয়ে কুপিয়ে জখম!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বকশীগঞ্জে গাঁজা সেবনে বাধা দেওয়ায় নারীকে দা দিয়ে কুপিয়ে জখম!

জামালপুরের বকশীগঞ্জে গাঁজা সেবন করতে না দেওয়ায় রাতের আঁধারে ঘরে ঢুকে এক নারীকে দা দিয়ে কুপিয়েছে দুই মাদকসেবী। এ ঘটনায় অভিযান চালিয়ে এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ঘটাটি ঘটেছে বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (২৫) শুক্রবার রাতে তার দুই শিশু সন্তানকে নিয়ে ঘরে শুয়ে পড়েন। রাত ৯টার দিকে একই গ্রামের রেহান আলীর ছেলে সোহাগ (১৮) ও মতিউর রহমানের ছেলে জসিম উদ্দিন (২০) কৌশলে মোর্শেদা বেগমের ঘরে ঢোকেন। এ সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। ঘরে ঢুকেই গাঁজা সেবন করতে চাইলে মোর্শেদা বেগম বাধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে দা বের করে মোর্শেদা বেগমকে এলোপাতারী কুপিয়ে জখম করেন। পরে বাড়ির লোকজন এগিয়ে এলে দুই মাদকসেবী পালিয়ে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে