সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
প্রতিনিধি
শোক সভা ও দোয়া
ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
বাংলাদেশ সাংবাদিক সমিতির আটঘরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ ইয়াছিনের মৃতু্যতে শোকসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সাংবাদিক সমিতি আটঘরিয়া উপজেলা শাখার উদ্যোগে শনিবার সমিতির দেবোত্তর কার্যালয়ে শোকসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি গাজী আলফাজ উদ্দিন কণক, সহ-সভাপতি অ্যাডভোকেট সানোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আফতাব হোসেন, দেশবিবরণের বার্তা সম্পাদক ইয়ামিন হোসেন, দপ্তর সম্পাদক মাসুম বিলস্নাহ ও অর্থ সম্পাদক জুয়েল খন্দকার। দোয়ার মাহফিল পরিচালনা করেন সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। গত ১৬ জানুয়ারি রাতে তিনি বাসভবনে অসুস্থ জনিত কারণে ইন্তেকাল করেন।
কৃষকদলের সমাবেশ
ম কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কৃষকদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন বন্দর কমিউনিটি সেন্টারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বৈরাগ ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক মহসিন চৌধুরী রানা। আনোয়ারা উপজেলার উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও আনোয়ারা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন। উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন খানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী। প্রেরিত লিফলেট পাঠ করেন উপজেলা কৃষক দলের সিনিয়র সদস্য শাহরিয়ার হোসেন।
অভিভাবক সমাবেশ
ম বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে উপজেলা সদরে অবস্থিত অক্সফোর্ড মডেল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় অক্সফোর্ড মডেল স্কুল হল রুমে প্রধান শাম্মী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অক্সফোর্ড মডেল স্কুলের পরিচালক (সাংবাদিক) হাফিজার রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবু সালেক, সহকারী শিক্ষক আরাফাত হোসেন স্বাধীন, সুরভী আক্তার, কাকলী জাহান, সিনিয়র শিক্ষক রুবি আখতার, আনু আরা বেগম, তমা মন্ডল। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সানজিদা আকতার, ফেন্সি আরা, আমেনা, জাকিয়া সুলতানা প্রমুখ।
শ্রমিক-কৃষক সমাবেশ
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক-কৃষক সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় বাঁশখালী উপজেলার খানখানাবাদ প্রেমাশিয়া বাজার মাঠে জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল বাঁশখালী উপজেলা শাখার আয়োজনে এ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের সভাপতি আব্দুচ ছাত্তার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ.এম নাজিম উদ্দীন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আকতার ফারুক।
পুরস্কার বিতরণ
ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি
দাউদকান্দিতে গোল্ডেন ফিউচার একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহরম আলীর সভাপতিত্বে আবু তাহের নয়নের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সমাজসেবক সাদ্দাম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, বাহেরচর ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম, পৌরসভা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সাবেক ফুটবলার ও সমাজসেবক জামাল মোলস্না প্রমুখ।
শিক্ষাউপকরণ প্রদান
ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট শর্তসাপেক্ষে অতি দরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার উপজেলা অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশনের ধামইরহাট এপি'র আয়োজনে ৩২৩টি অতি দরিদ্র পরিবারের গৃহিনীদের প্রত্যেকের মোবাইল একাউন্টে ১৮ হাজার টাকা করে মোট ৫৮ লাখ ১৪ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউএনও মোস্তাফিজুর রহমান এসব টাকা বিতরণ করেন। ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগাম অফিসের ভারপ্রাপ্ত এপি ম্যানেজার ডেনিশ তপ্নের সভাপতিত্বে এ সময় ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ম আহবায়ক মাসুদ সরকার, সদস্য রেজুয়ান আলম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু মুছা স্বপন, মডেল প্রেস ক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার প্রমুখ উপস্থিত ছিলেন।
কমিটি গঠন
ম ঝিনাইদহ প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে শহরের আরাপপুরে দলটির জেলা কার্যালয়ে ৩৫ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। ২ বছর মেয়াদি এই কমিটিতে সভাপতি পদে ডা. এইচ এম মোমতাজুল করীম ও সেক্রেটারি পদে প্রভাষক মাওলানা শিহাব উদ্দিন নির্বাচিত হয়েছেন। কমিটি ঘোষণা শেষে নব-গঠিত কমিটির শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান নব-নির্বাচিত সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীম। সেসময় আলস্নাহ তায়ালার সন্তষ্টির উদ্দেশ্যে ইসলামী আন্দোলনের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মুল লক্ষ্য হাসিলে সর্বাত্মক প্রচেষ্টা চালানোসহ সংগঠনের নীতি আদর্শ মেনে চলার শপথ নেওয়া হয়।
মতবিনিময় সভা
ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি
সাংগঠনিক কাঠামো জোরদারের লক্ষে নীলফামারীর ডোমারে জাতীয়তাবাদী যুবদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী। বোড়াগাড়ী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ডোমার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম আনুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন ডোমার উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখায়রুল আলম তিতুমীর। বক্তব্য রাখেন ডোমার উপজেলা যুবদলে সদস্য সচিব শাহিন আলম শান্ত, বোড়াগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি বায়েজিদ জুয়েল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা যুবদলের যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, রায়হানুল কবির বাবু ভুট্টু প্রমুখ।
কর্মী শিক্ষা শিবির
ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইমলামীর বাগরহাটের ফকিরহাট উপজেলা শাখার কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফকিরহাট কারামতিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপি এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কন্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, খুলনা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির শেখ আব্দুল ওয়াদুদ, খুলনা মহানগরের সাবেক আমির আনসার উদ্দিন প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ম ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাহিত্যমনা মানুষের সংগঠন ফুলবাড়ী সাহিত্য পরিষদের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার উপজেলার প্রথম শহীদ মিনার সংলগ্ন ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, কবিতা পাঠের আসর ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুস ছালাম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, ফুলবাড়ী সাহিত্য পরিষদের উপদেষ্টা চারণকবি আজিজুল হাকীম মন্ডল, সভাপতি ইউনুছ আলী আনন্দ, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান আকন্দ প্রমুখ।
কৃষক সমাবেশ
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সিংড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলম সরকারের সভাপতিত্বে ও উপজেলা আহবায়ক জুয়েল সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া প্রমুখ।
অভিষেক অনুষ্ঠান
ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নস্থ মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি লে. কর্ণেল (অব.) দিদারুল আলমের সভাপতিত্বে শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শামীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চব্থির ডিন প্রফেসর ড. জাফর উলস্নাহ তালুকদার, ড. আল ফোরকান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ মো. মোরশেদ হোসেন প্রমুখ।
অভিভাবক সমাবেশ
ম রাজশাহী অফিস
রাজশাহী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সমাবেশে পুলিশের অবসর কল্যাণ বৃত্তি লাভকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) নাসির উদ্দিন যুবায়েরসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির শিক্ষকরা।
পুরস্কার বিতরণ
ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় দ্যা মেসেঞ্জার ইসলামিক একাডেমির শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার একাডেমির মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কচুয়ার সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার। উপস্থিত ছিলেন পলিস্ন বিদু্যৎ সমিতির এজিএম নাজমুল ইসলাম, পরিচালনা পরিষদের সদস্য শিকদার মোশাররফ হোসেন, মঘিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাসুম, দ্যা মেসেঞ্জার ইসলামিক একাডেমির পরিচালক সাংবাদিক তুহিন খান, কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়ার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, সাংবাদিক শিকদার সাইদ প্রমুখ।
কম্বল বিতরণ
ম মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অসহায়-সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও নিশাত তামান্না। বৈষম্যবিরোধী ছাত্র নেতা হাসাইন ইকবাল সানির সভাপতিত্বে এবং কাজী শরিফ মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ওসি নুর মোহাম্মদ গাজী, বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল ইসলাম, তাসনীম হাসান বর্ষা প্রমুখ।
কোরআন বিতরণ
ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের নূরুল উলুম নুরানী মাদ্রাসার ১৩ জন জিপিএফপ্রাপ্ত শিক্ষার্থীকে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। শনিবার রাজস্থলী বাজার নুরুল উলুম নুরানী মাদ্রাসা মিলনায়তনে কোরআন শরীফ বিতরণ করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি। এ সময় রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু আহম্মেদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইযুব চৌধুরী, যুগ্ম সম্পাদক হাবীবুলস্নাহ মিজবা, নূরুল উলুম নুরানী মাদ্রাসার পরিচালক মৌলনা নুরুল হক, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসন উপস্থিত ছিলেন।
উপহার প্রদান
ম রূপসা (খুলনা) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আজিজুল বারি হেলালের পক্ষ থেকে রূপসার সাংবাদিকদের শীতের উপহার বিতরণ করেন শনিবার বেলা ১১টায় রূপসা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দল। ক্লাবের সভাপতি আ. রাজ্জাক শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব মোলস্না খায়রুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রনু। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সাবেক সদস্য সেখ আলী আজগার, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মলিস্নক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন প্রমুখ।
ড্রাগিস্টস সমিতি
ম সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
কেমিস্টস এন্ড ড্রাগিস্টস (বিসিডিএস) সমিতি পাবনার সাঁথিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন শনিবার সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সহকারী অধ্যাপক আব্দুল হাই সভাপতি মেহেদুল ইসলাম মলিস্নক সাধারণ সম্পাদক এবং মনিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে আব্দুল হাই (ছাতা প্রতীক), সাধারণ সম্পাদক পদে মেহেদুল ইসলাম মলিস্নক (আনারস প্রতীক), সাংগঠনিক সম্পাদক পদে মনিরুল ইসলাম (বই প্রতীক), মাসুদ রানা (মোরগ প্রতীক), হাতেম আলী হাদী (মই প্রতীক) নির্বাচিত হয়েছেন। নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন আক্তারুজ্জামান মঞ্জিল মাস্টার। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন মনসুর আলম ও মেহেদি হাসান।