বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

কালিহাতীতে জমি নিয়ে মামলা, বাদীকে প্রাণনাশের হুমকি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কালিহাতীতে জমি নিয়ে মামলা, বাদীকে প্রাণনাশের হুমকি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর কুকরাইল গ্রামের হয়রত আলী নামের এক ব্যক্তির জায়গা জোরপুর্বক দখলের অভিযোগ উঠেছে। ওই জমি নিয়ে আদালতে চলছে মামলা। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলেনর চেষ্টা ও সংস্কার করছে প্রতিপক্ষরা। এতে হযরত আলী বাধা দিলে তাকে প্রাণননাশের হুমকি দিচ্ছেন তারা। তাদের ভয়ে মানবেতর জীবনযাপন করছেন নিরীহ হযরত আলী। এর প্রতিকার চেয়ে কালিহাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রামপুর-কুকরাইল গ্রামের তাহের আলীর ছেলে হযরত আলীর সঙ্গে একই গ্রামের জুলহাস উদ্দিনদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত মামলা চলছে আদালতে। আদালতের আদেশ অমান্য করে সম্প্রতি প্রতিপক্ষ জুলহাস (৫৫), রিপন (৪০), মো.চানু(৫০),রিয়াজ উদ্দিন,হানিফ আলী (৬২), রায়হান (৩২)সহ ১০-১৫ জন মিলে ওই জমিতে জোরপুর্বক ঘর উত্তোলন ও সংস্কার করতে যান। এতে বাধা দেন হযরত আলী। তাই তাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন তারা। হযরত আলী জীবনের নিরাপত্তা চেয়ে কালিহাতী থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযুক্ত জুলহাস উদ্দিন জানান, জায়গাটা সমাজের। সমাজের ঘরের বেড়া ভেঙে গিয়েছিল। তাই বেড়া দেওয়া হয়েছে। হুমকির অভিযোগটি মিথ্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে