আজমিরীগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের আজমিরীগঞ্জ প্রতিনিধি ও সাবেক সভাপতি স্বপন বণিক ৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিন, খোয়ই ও সিলেটের ডাকের আজমিরীগঞ্জ প্রতিনিধি মো. আবু হেনা ৮ ভোট পেয়ে পুণরায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার ছিলেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এবং আজমিরীগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা শরীফ চৌধুরী এবং উপদেষ্টা খালেদুর রশিদ ঝলক।
অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে সঞ্জিব রায় চক্রবর্তী ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিলন মাহমুদ, দপ্তর সম্পাদক পদে তাজুল ইসলাম মুজাহিদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সোহেলা রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।