সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির ২০২৫-২০২৬ সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার জেলা জজ আদালতস্থ আইনজীবী সহকারী ভবনের ২য় তলায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভোট গণনা শেষে সভাপতি পদে ২০২ ভোট পেয়ে বিজয়ী হন বর্তমান সভাপতি জয়নাল আবেদীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. দিলাজ আহমদ ও শাকিল আহমদ পেয়েছেন ৭৮ ভোট করে। এ পদে আতাউর রহমান চৌধুরী রুকেল পেয়েছেন ১০ ভোট। সভাপতি পদে ভোট বাতিল হয়েছে ২টি। সাধারণ সম্পাদক পদে ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হন বীরেন্দ্র চন্দ্র মলিস্নক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনূর আহমদ পেয়েছেন ১০৫ ভোট। এ পদে ভোট বাতিল হয়েছে ১৬টি।
এছাড়া সহ-সভাপতি পদে ১৮৬ ভোট পেয়ে বিজয়ী হন মো:শরীফ আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্ধি সুলতান আহমদ চৌধুরী পেয়েছেন ১৬৮ ভোট। বাতিল হয়েছে ১৬ ভোট। লাইব্রেরী সম্পাদক পদে আছাদ উদ্দিন তালুকদার ১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন সহ-সাধারণ সম্পাদক পদে ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আতিকুর রহমান আতিক, অর্থ সম্পাদক পদে বিপুল চন্দ দাশ, দপ্তর সম্পাদক পদে মো. নুরুল হক নাহিদ, প্রচার সম্পাদক পদে সজিব কুমার চন্দ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নেপুর চন্দ্র গুন, ও কার্যনিবাহী সদস্য পদে বিজয়ী হন জুবের আহমদ, তারা মিয়া, শিমুল আহমদ, সোহাগ আহমদ, ঝুমুর চন্দ্র দাশ, শাহ মো. এমদাদুল হক রাজন, বুরহান উদ্দিন উজ্জ্বল।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন জমির উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার সুনীল চন্দ্র পাল(নিবাস), প্রধান প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন নিজাম উদ্দিন ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে ছিলেন আব্দুল মুকিত, দিলাজ উদ্দিন আহমদ, আলিমুন নুর সায়েম ও আমির উদ্দিন।