বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

রংপুরে ঘন কুয়াশায় পর পর ছয় পরিবহণের সংঘর্ষ, আহত ২৫

রংপুর প্রতিনিধি
  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রংপুরে ঘন কুয়াশায় পর পর ছয় পরিবহণের সংঘর্ষ, আহত ২৫

রংপুরে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা সীমিত হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পর পর ৬টি পরিবহণ দুর্ঘটনার কবলে পড়ে। ছয় পরিবহণের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জেলার মিঠাপুকুর উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কে গড়ের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সংঘর্ষে দুটি যাত্রীবাহী বাস, একটি পিকআপ, একটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান ক্ষতির সম্মুখিন হয়।

বড় দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রংপুর হাইওয়ে অঞ্চলের মহাসড়কে ঘন কুয়াশা থাকায় বেশ কিছু ছোট ছোট দুর্ঘটনা ঘটছে। অনেক জায়গায় দৃষ্টিসীমা অনেক কমে গেছে। গাড়ির হেডলাইট জ্বালিয়ে চালক ও যাত্রী সাধারণকে ধীরে এবং সতর্কতার সঙ্গে চলাচল করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে