নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার ' জনগণ যদি হয় সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মেছো বিড়াল দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্যর্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস. এম মনিরুজ্জামান দুদু, সাংবাদিক দিলওয়ার খান প্রমুখ।