স্বামীর হাত বেঁধে শিক্ষিকাকে বিনীতভাবে বলল, 'ম্যাডাম যা আছে দিয়ে দেন!'
প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
ৃগাজীপুরের শ্রীপুরে গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে স্বামীর হাত বেঁধে এক স্কুল শিক্ষিকার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭০ হাজার টাকা নিয়ে গেছে।
শুক্রবার দিনগত গভীর রাত ৩টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের রাজিব হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে। রাজিব হাসান ওই গ্রামের রমজান আলী খানের ছেলে। তার স্ত্রী শাম্মি আক্তার দক্ষিণ বারতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
রাজীব হাসানের বোন সুমনা শারমিন বলেন, 'গত শুক্রবার আমার মায়ের মৃতু্যবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে আত্মীয়স্বজন সবাই ওই বাড়িতে আসেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সবাই যার যার বাড়িতে চলে যান। এরপর রাতে ওই বাড়িতে কেবল আমার ভাই, ভায়ের স্ত্রী ও দুই সন্তান ছিলেন। দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ বিকট শব্দে তাদের থাকার ঘরের দজা খুলে যায়। এ সময় অস্ত্রধারী অন্তত ১২ থেকে ১৪ জন ঘরের ভেতরে প্রবেশ করে। তারা ভেতরের ঢুকেই তার ভাইয়ের হাত পেছনে নিয়ে বেঁধে ফেলে। এরপর ডাকাত দলের একজন বিনয়ের সঙ্গে বলল, ''ম্যাডাম ঘরে যা যা আছে দিয়ে দেন।'' ডাকাত সদস্যরা ওই বাড়ির ৪টি কক্ষের সবগুলোতে তন্ন তন্ন করে খুঁজে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায। এ সময় ডাকাত দলের সদস্যরা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের কথা বলতে নিষেধ করেন।' সুমনা শারমিন আরও বলেন, 'আমাদের আধাপাকা বাড়িটির বারান্দার গ্রিলে ভেতরে তালা দেওয়া ছিল। ডাকাতেরা বারান্দার গ্রিলের ভেতরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর শক্ত কিছু দিয়ে কাঠের তৈরি দরজাটি ভেঙে ফেলে। তবে ডাকাতিকালে কাউকে মারধর করেনি তারা।'
স্থানীয়রা জানান, সম্প্রতি সময়ে এ উপজেলায় প্রায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে। গত কয়েক মাস ধরেই রীতিমতো আতঙ্কে দিন কাটছে লোকজনের। গবাদিপশু সহ মূল্যবান সম্পদ খোয়া যাচ্ছে। প্রশাসনিক ভাবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা উচিৎ।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, 'ডাকাতির বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে দেখি। তদন্ত করে দ্রম্নত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'