গাইবান্ধায় ইউনিয়ন বিএনপির কমিটি বাতিল দাবি

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন বিএনপির মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল করে দলের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচনের দাবি জানানো হয়েছে। গাইবান্ধা প্রেস ক্লাবে শনিবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে খোলাহাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির যুববিষয়ক সম্পাদক, জেলা যুবদলের দপ্তর সম্পাদক ও সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নোমান সরকার লিখিত বক্তব্যে উলেস্নখ করেন, ২০১৯ সালে ৯০ দিনের জন্য মোস্তফা কামাল আহ্বায়ক ও সাইদুর রহমানকে সদস্য সচিব করে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে তারা সব সুযোগ-সুবিধা ভোগ করেছেন। এ নিয়ে জেলা ও থানা বিএনপি নেতৃবৃন্দের বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে। অথচ আগামী ১৫ ফেব্রম্নয়ারি বিতর্কিত কমিটির মাধ্যমে সম্মেলন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে অযোগ্য মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল করে যারা কাউন্সিলে প্রার্থী হবেন না- এমন ব্যক্তিদের দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খোলাহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জিলস্নুর রহমান, ইউনিয়ন যুবদলের সিনিয়র সদস্য স্বপন মিয়া, সদস্য জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ড বিএনপি নেতা রুবেল মিয়া, নুর মোহাম্মদ ডলার, পলাশ মিয়া, সরফরাজ সরকার, ওয়ার্ড যুবদলের সদস্য নিশান মিয়া প্রমুখ।