খুলনার ডুমুরিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা ও লাশ গুম করার দায়ে স্বামী ইব্রাহিম মোল্যাকে (৪৫) আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার খরসংগ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ আসামির বাড়ির টয়লেটের সেফটি ট্যাংক থেকে লাশ উদ্ধার করেছে। থানায় ইব্রাহিমের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড হয়েছে।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার রুদাঘরা ইউনিয়নের খরসংগ গ্রামের ইব্রাহিম মোল্যা তার স্ত্রী নাসিমা বেগম ওরফে ফন্টুকে (৪০) ঘাড়ে সাবল দিয়ে আঘাত করে হত্যা করেন। এরপর লাশ গুম করতে টয়লেটের সেফটি ট্যাংকের ভেতর রাখেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল যেয়ে নাসিমার লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। আলামত হিসেবে হত্যা কাজে ব্যবহৃত সাবল, গামছা ও ওড়না জব্দ করে পুলিশ। এদিকে স্ত্রীকে খুন করে পালিয়ে থাকা স্বামী ইব্রাহিমকে শনিবার সকালে পুলিশ তেরোখাদা থানা এলাকা থেকে আটক করেছে। নাসিমার ভাই রুদাঘরা গ্রামের শহিদুল গোলদার বাদী হয়ে ডুমুরিয়া থানায় ইব্রাহিম মোল্যাকে আসামি করে হত্যা মামলা করেছেন।