ফরিদপুরের চরভদ্রাসনের কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করেছেন প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব মো. আলমগীর। শনিবার বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত ক্লাবটি পরিদর্শন করেন তিনি।
তিনি ক্লাব সদস্যদের সংগীত ও আবৃত্তি বিষয়ে পারদর্শিতা পর্যবেক্ষণ করেন এবং সন্তোষ প্রকাশ করেন। এ সময়ে উপস্থিত আবৃত্তি শিক্ষক আবদুস সবুর কাজল সকল শিক্ষকদের সম্মানী ভাতা বৃদ্ধি ও ক্লাবের সদস্য থাকার সময় সময় বৃদ্ধির বিষয় প্রস্তাব করেন। ওই বিষয় দুটি বাস্তবায়নের জন্য আশ্বাস প্রদান করেন প্রকল্প পরিচালক।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, উক্ত স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক লতিফা ফেরদৌসী, ফিল্ড সুপার, জেন্ডার প্রমোটার, সংগীত ও আবৃত্তি শিক্ষক উপস্থিত ছিলেন।