টাইমস্ হায়ার এডুকেশন (টিএইচই)র্ যাঙ্কিং-২০২৫-এ দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) উদ্যাপিত হলো ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে আলোক, আলপনা অঙ্কন, রং-বেরংয়ের বিভিন্ন ব্যানার টানানোসহ বিশ্ববিদ্যালয়টিকে বর্নিল সাজে সজ্জিত করা হয়েছে।
বিশ্বখ্যাত টাইমস্ হায়ার এডুকেশন (টিএইচই)র্ যাঙ্কিং ২০২৫ এ লাইফ সায়েন্স ক্যাটেগরিতে দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে বশেমুরকৃবি'র প্রথম স্থান অর্জনসহ নানা বর্ণিল কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্যাপিত হলো ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস।
শনিবার সকাল ১০টার দিকে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর পায়রা ও ২৭টি বেলুন উড়ানো হয়। পরে প্রশাসনিক ভবন চত্বর থেকে এ বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদেও শিক্ষক-শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও পেইন্টিং নিয়ের্ যালি বের করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের নতুন কৃষি অনুষদের নীচতলায় ফ্যাকাল্টিসমূহের উদ্ভাবিত নানা প্রযুক্তি ও জাত প্রদর্শনী স্টলসমূহ পরিদর্শন করেন বশেমুরকৃবি'র ভাইস-চ্যান্সেলর, প্রধান অতিথি ও বিশেষ অতিথি। পরে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। বিশেষ অতিথি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভি।
আলোচনায় সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালকে আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষ ১০০-২০০তম স্থানে নিয়ে আসার জন্য যা যা করণীয় সবকিছুই করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিক জোবায়ের বলেন, প্রত্যেকের শপথ হওয়া উচিত, যার যে দায়িত্ব তা শতভাগ পালন করা।
আলোচনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. সফিউল ইসলাম আফ্রাদ এবং রেজিস্ট্রার আবদুলস্নাহ্ মৃধা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দিনব্যাপী বর্ণিল এ দিবসে বিকেলে শিক্ষার্থীদের ফ্লাশ মুভ এবং সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।