বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সুবর্ণচরে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃতু্য

দুই জেলায় অজ্ঞাতসহ দুই লাশ উদ্ধার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত
স্বদেশ ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সুবর্ণচরে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃতু্য
সুবর্ণচরে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃতু্য

নোয়াখালীর সুবর্ণচরে গাছে থেকে পড়ে শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জে খালের চর থেকে মানুষের মরদেহ উদ্ধার ও নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে হোটেল কর্মচারীর মৃতু্য হয়। এদিকে, কুষ্টিয়ার ভেড়ামারায় বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর সুবর্ণচরে নিজ বাড়িতে গাছের ঢাল কাটার সময় গাছ থেকে পড়ে ইয়াছিন আরাফাত আরমান (১৭) নামে সৈকত সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীর মৃতু্য হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উত্তর কচ্ছপিয়া গ্রামের ডোগার বাজার এলাকায় ছাবিদ আলী মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। আরমান কচ্ছপিয়া গ্রামের কৃষক খলিল উল্যার ছেলে।

জানা যায়, সকাল ১১টার দিকে নিজ বাড়িতে বাবার উপস্থিতিতে একটি দেশীয় কাটবাদাম গাছে ডাল কাটতে উঠলে হঠাৎ সে হাত ফসকে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে উপজেলা চরজব্বার স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃতু্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় চরজব্বার থানার ওসি মোহাম্মদ শাহীন মিয়া জানান, ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার একটি খালের চর থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর খবরের ভিত্তিতে মোড়েলগঞ্জ থানা পুলিশ শনিবার বেলা ১১টায় উপজেলার বারইখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামের জনৈক কবির খানের বাড়ির কাছে খালের চরে থাকা একজন পুরুষ মানুষের লাশ উদ্ধার করা হয়। যার আনুমানিক বয়স ৫২ বছর। তার মুখে ছোট দাড়ি, পরনে লুঙ্গি ও শীতের কাপড় রয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি রাকিবুল হাসান বলেন, মরদেহটি খাল থেকে তোলা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেনব। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

নাটোর প্রতিনিধি জানান, নাটোরে বিদু্যৎস্পৃষ্ট হয়ে তানভীর আহমেদ নামে এক হোটেল কর্মচারীর মৃতু্য হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে নাটোর শহরের সবচেয়ে বড় খাবার হোটেল চকরামপুর এলাকার ইসলামীয়া হোটেলে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তানভীর আহমেদ একই এলাকার আব্দুস সালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তানভির হোটেলের টেবিল পরিষ্কার করার সময় অসাবধানতাবশত বিদু্যৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এ সময় হোটেলের অন্য কর্মচারীরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃতু্যর মামলা হয়েছে।

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার-ভেড়ামারা মহাসড়কের তালবাড়িয়ায় বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও একজন। শনিবার দুপুর ১২টায় উপজেলার তালবাড়িয়া হাইস্কুলের সামনে যাত্রীবাহী কাজী এন্টারপ্রাইজ নামক বাসের সঙ্গে ধাক্কা লেগে মোটর সাইকেল চালক নিহত হন। নিহত মোটর সাইকেল চালক নাটোর জেলার সদর উপজেলার চৌধুরীবাড়ি এলাকার শুভ মিয়া (৩৫) ও আহত ব্যক্তি একই এলাকার হাসেন আলীর ছেলে মোস্তফা আহম্মেদ (৩৪)।

জানা যায়, শনিবার দুপুরে কুষ্টিয়াগামী মোটর সাইকেলকে ভেড়ামারা অভিমুখী একটি বাস ধাক্কা দিলে চালক ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটর সাইকেলে থাকা আরও এক আরোহী আহত হন।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন জানান, বাসের ধাক্কায় একজন মোটর সাইকেল চালক নিহত ও একজন আহত হয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে