তিন জেলায় অস্ত্র ও ৫ ডাকাতসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ভোলায় দেশীয়অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে দুইজন, বাগেরহাটের ফকিরহাটে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত এবং চাঁদপুরের কচুয়ায় গাঁজাসহ একজন গ্রেপ্তার হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলায় পিস্তল, পাইপগান, কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তাররা হলেন- গিয়াস উদ্দিন ও মো. হাসান। তারা ভোলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে শ্যামপুর গ্রামের বাসিন্দা।
শনিবার ভোলার নৌ কন্টিনজেন্টে এক সংবাদ সম্মেলনে অপারেশন কর্মকর্তা লে. এনএম সারোয়ার জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুরে নৌ বাহিনী ওর্ যাব-৮ একটি যৌথ অভিযান পরিচালনা করে। ওই সময় গিয়াস উদ্দিন ও হাসানকে উলেস্নখিত অস্ত্র এবং একটি ল্যাপটপ, মোবাইল ও সিসিটিভি সরঞ্জামাদিসহ গ্রেপ্তার করা হয়। তাদের জব্দকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাট উপজেলার লকপুর খাজুরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর সহায়তায় ৫ জন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ ডাকাতদের ব্যবহ্নত একটি পিক-আপ জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- এমদাদুল আকন (৪০), রবিউল সেখ (৩৮), নাজমুল হোসেন বাপ্পী (৪২), মাসুদ হাসান (৩৬) ও শহীদুল ইসলাম (৪৩)।
ফকিরহাট থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার লকপুর ইউনিয়নের খাজুরা এলাকার পলস্নী বিদু্যৎ অফিসের সামনে একটি পিক-আপ নিয়ে ৫-৬ জন লোক সন্দেহজনক অবস্থান করছে। দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালাতে গেলে ডাকাতরা পিক-আপ রেখে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ ৫ জনকে আটক করতে সক্ষম হয়। এদের নিকট দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহ্নত সরঞ্জাম উদ্ধার এবং তাদের ব্যবহ্নত একটি পিক-আপ জব্দ করা হয়।
ফকিরহাট মডেল থানার ওসি আলমগীর কবীর জানান, গ্রেপ্তাররা আন্তঃ জেলা চোর ও ডাকাত গ্রম্নপের সদস্য। এদের বিরুদ্ধে বিগত সময়ে একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে।
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি জানান, কচুয়ায় ৫০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার চন্দ্রপাড়া গ্রাম থেকে মোবারক ডাকুয়ার ছেলে রাকিবুল ডাকুয়া (৩৪) নামের একজনকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
তার নামে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের আইনে একটি মামলা হয়েছে, মামলা নং- ১।
এ বিষয়ে কচুয়া থানার ওসি রাশেদুল আলম বলেন, রাকিবুল ডাকুয়াকে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।