বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই। বিগত ১৫ বছর আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটের জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্দোলন করেছি। অন্তবর্তীকালীন সরকার বেশিদিন থাকতে পারে না। তাদের প্রতিশ্রম্নত অনুযায়ী জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য ভোটের মাধ্যমে নির্বাচীত সরকারের নিকট দায়িত্ব দেওয়া। নির্বাচনের ব্যবস্থা করা। দেশ অনিদিস্ট কালের জন্য কারো শাসনে থাকতে পারে না।
শনিবার সকালে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রম্নত দেশে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার দাবিতে দাউদকান্দিতে আগামী আট ফেব্রম্নয়ারী বিশাল এক জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসভাটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দাউদকান্দি উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন প্রমুখ।