সম্প্রতি ৩/১৪ বস্নক জি, লালমাটিয়া মোহাম্মদপুরস্থ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এম এ মাদরাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে বিজ্ঞানের উৎকর্ষ ও বিভিন্ন ধরনের আশ্চর্য্য স্বচিত্র ও বস্তু সম্মত শিক্ষার্থীদের নিজ হাতে তৈরিকৃত বৈজ্ঞানিক সামগ্রী প্রদর্শন করা হয় সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলা প্রদর্শিত হয়। শিক্ষার্থীরা নানা ধরনের পিঠা তৈরী ও খাদ্য সামগ্রী নিজ হাতে তৈরী করে বিশেষ আকর্ষনীয় মিলন মেলায় পরিনত করে যাহা সত্যিই প্রশংসনীয়।। তাই সকল গ্রম্নপের ১ম থেকে তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদেরকে পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন ও দোয়া করেন মাদ্রাসা কমপেস্নক্সের প্রতিষ্ঠাতা আলস্নামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা। অধ্যক্ষ মাওলানা কারী রওশন আরা নুরীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরজাদা লায়ন আলহাজ্ব সৈয়দ সিরাজ উদ দৌলা। শিক্ষার্থীদেরকে উৎসাহ দিয়া মূল্যবান বক্তব্য ও দিক নির্দেশনা দেন, প্রতিষ্ঠাতা জৈনপুরী পীর সাহেব কেবলার কন্যা (ব্যরিষ্টারী পড়ায়রত) আলহাজ্ব সাইয়েদা মুফার রেজা রওনক। আরও বক্তব্য রাখেন বাংলা প্রভাষক রহীমা আক্তার, সহ অধ্যাপক মাও: তোজাম্মেল হক, প্রেরনা মূলক বক্তব্য রাখেন বিশেষ অতিথি আরবি প্রভাষক মাওলানা জোৎস্না আক্তার। উপস্থাপনায় ছিলেন প্রভাষক মাওলানা মাহমুদুল হাসান মামুন, সেবায় নিয়োজিত ছিলেন মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা কামাল উদ্দীন তানিয়া বেগম প্রমুখ। প্রতিযোগীদের মধ্যে আর্থিক সাহায্য ও পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি সৈয়দ সিরাজ উদ দৌলা ও বিশেষ অতিথি লায়ন সৈয়দ আনিসুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন সকল শিক্ষক / শিক্ষিকা।
সর্বশেষ মোনাজাত পূর্ব ভাষনে প্রতিষ্ঠাতা জৈনপুরী পীর সাহেব মেহমান ও শিক্ষকদেরকে লক্ষ করিয়া বলেন আগামী ৮ ফেব্রম্নয়ারী মোহাম্মদপুর সহীদপার্ক ময়দানে মাদ্রাসা ও দরবার শরীফের উদ্যোগে অনুষ্ঠেয় ইসলামী মহা সম্মেলনে আপনারা দলে দলে যোগদান করবেন। সংবাদ বিজ্ঞপ্তি