ছাত্র আন্দোলনের সমন্বয়ক আখ্যা দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা এগিয়ে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে সব মিলে আট শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া নতুন স্কুল রোডে এ ঘটনা ঘটে।
হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে ইফতি নামের এক যুবককে শহরের ব্যাংকপাড়া থেকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের পক্ষ মামলার প্রক্রিয়া চলছে।
আহত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাপস্নাইড ক্যামেস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সেলিম রেজা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মুয়াজ বিলস্নাহ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইমরান, কৃষি বিভাগের ২০২০-২১ শিক্ষা বর্ষের তাহমিদ, ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইয়াজদানী, আসাদুলস্নাহ ও খালিদ। আহত একজনের নাম জানা যায়নি। আহত শিক্ষার্থীদের মধ্যে পাঁচজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী আজিজুর রহমান বলেন, 'বৃহস্পতিবার রাত ৯টার দিকে ব্যাংকপাড়া নতুন স্কুল রোডে দেখেন, ১০-১৫ জন লোক বিশ্ববিদ্যালয়ের পাঁচ-ছয় জন শিক্ষার্থীকে পেটাচ্ছেন। শিক্ষার্থীরা ভয়ে দৌড়াচ্ছেন। পরে জানতে পারেন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেলিম রেজা টিউশনি করে গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ায় মেসে ফিরছিলেন।