কোরআন বিতরণ
\হআত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ১৭ জন শিক্ষার্থীকে কোরআনে সবক ও তাদের মধ্যে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। শুক্রবার চকশিমলা তরুণ একতা ক্লাবের উদ্যোগে ক্লাব কতৃর্ক পরিচালিত চকবাজার মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা শালায় চকবাজার মসজিদে কোরআন বিতরণ করা হয়। শিক্ষক আশরাফুল ইসলামের সভাপতিত্বে সিরাজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চকশিমলা তরুণ একতা ক্লাবের মিঠন প্রামানিক, মাহাবুর, শাহিন, নাজির,মাসুদ,ইউপি সদস্য আজিজার রহমান, চকশিমলা ২ নং ওয়ার্ড জামাত ইসলামী সভাপতি হযরত আলী মন্ডল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।
পুরস্কার বিতরণ
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় গনেশপুর সতীহাট (জি.এস) বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠান পরিচালনা করে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া ও রোখসানা।
এ সময় ধর্মীয় শিক্ষক কাজী আমিনুল ইসলামের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ। বিশেষ অতিথি ছিলেন ৫নং গনেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম (বাবুল) চৌধুরী এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি দেওয়ান একরামুল হক বাচ্চু প্রমুখ।
মাঠ দিবস অনুষ্ঠিত
\হমধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
পেঁয়াজ উৎপাদনে নতুন দিগন্ত-লাল তীরের গ্রীষ্মকালীন বিজিএস -৪০৩ এফ-১ জাঁতের উপর লাল তীর সীড লিমিটেডের ব্যবস্থাপনায় ফরিদপুরের মধুখালীতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের বিষয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মেগচামী খ্রীষ্ট্রান মিশণ স্কুল হলরুমে সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা রবিউল হোসেন খানের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়সেন শুভ্র। বক্তব্য রাখেন লাল তীর সীড লিমিটেড এর ফরিদপুর বিভাগীয় ব্যবস্থাপক শফিকুর রহমান, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাষি হাসান আলী খান, উপজেলা কৃষি অফিসের এস.এ.পি.পি.ও মাহবুব আলী খান, এস.এ.এ.ও গৌতম কুমার বসু, জিয়াউল হক লালতীর সীডের হারুন অর রশিদ, ফরহাদ হোসেন, মামুন হোসেন, হুমায়ুন কবির তালুকদার, চাষী মো. রাজু আহমেদ,আব্দুল লতিফ শেখ প্রমুখ।
বাপা কমিটি গঠিত
\হঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
পরিবেশ রক্ষা আন্দোলনে দেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ঈদগাঁও উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। এতে কবি ও সংগঠক কাফি আনোয়ার সভাপতি, সেলিম উদ্দীন সাধারন সম্পাদক ও গিয়াস উদ্দিন রবিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। বৃহষ্পতিবার ঈদগাঁও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রাথমিক এই কমিটি ঘোষণা করেন বাপা কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক কলিম উলস্নাহ কলিম। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বাপা সভাপতি এইচ.এম এরশাদ।
কম্বল বিতরণ
\হবাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে বেসরকারি খাতের এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (এনআরবিসি)'র উদ্যোগে শীতার্ত দুস্থ ও এতিম শিশুদের কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ডোংরা দারুস সুন্নাহ রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসার হলরুমে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন দারুস সুন্নাহ রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আবু ইউসুফ চৌধুরী, এনআরবিসি ব্যাংক পিএলসির চট্টগ্রাম আগ্রাবাদ এস, ভিপি হেড অফ ব্রাঞ্চ চৌধুরী মহিউদ্দিন, দারুস সুন্নাহ রহমানিয়া মাদ্রাসার সুপার মাওলানা আমিনুর রশিদ রেজভী, সহকারী পরিচালক মাওলানা ফয়সাল আকবর, হাফেজ মাওলানা আলী আকবর, শিক্ষক মাওলানা খোবাইবুল ইসলাম, মাওলানা মিজবাহ উদ্দীন, মাওলানা জমির উদ্দিন, মাওলানা ফজলুল করিম, হাফেজ মাওলানা সাকিবুল ইসলাম, মাস্টার তানভীর সাবিত, হাফেজ দেলোয়ার হোসেন প্রমুখ।
মনোনয়নপত্র দাখিল
\হপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ৫৬টি মনোনয়ন ফরমের মধ্যে ৫২টি দাখিল হয়েছে। বৃহস্পতিবার প্রার্থীরা পার্বতীপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন শাখার প্রধান কার্যালয়ে এ মনোনয়ন পত্র দাখিল করেন। বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও পৌর সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ বলেন, সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক ৫২, যুগ্ম সাধারণ সম্পাদক ৭, অর্থ সম্পাদক ৪, দপ্তর সম্পাদক ৪, সাংগঠনিক সম্পাদক ৩, সড়ক সম্পাদক ৪, প্রচার সম্পাদক ৩সহ বিভিন্ন পদে ৫২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
পুরস্কার বিতরণ
ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মানিকছড়ি ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার প্রধান শিক্ষক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও তাহমিনা আফরোজ ভুঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউলস্নাহ, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কে আজাদ, সিনিয়র সহকারী শিক্ষক নাইমুল ইসলাম, সাংবাদিক রবিউল হোসেন প্রমুখ।
শীতবস্ত্র প্রদান
ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোলস্নাহাটে সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরকান্দী বিএনপির কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ শাহেদ আলী, সদস্য সচিব জাহিদুল ইসলাম মিয়া প্রমুখ।
মাদ্রাসা উদ্বোধন
ম নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাইশারীতে তালিমুল কোরআন নুরানী মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উত্তর বাইশারী জামে মসজিদে ঈমাম ও খতিব মাওলানা শামশুল হকের মোনাজাতের মাধ্যমে ও নুরানি শিক্ষক আতাউলস্নাহর ছবক প্রদান অনুষ্ঠানের মধ্যদিয়ে এর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থত ছিলেন তালিমুল কোরআন নুরানী মাদ্রাসার উদ্যোক্তা মাওলানা তৌহিদুল ইসলাম শিবলি, মাওলানা নুরুল কবির প্রমুক।
শীতবস্ত্র বিতরণ
ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগতিতে ৪ হাজার শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার শীতবস্ত্র বিতরণ করেন রামগতি ও কমলনগরের সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জামাল উদ্দিন, সদস্য সচিব সিরাজ উদ্দিন, যুগ্ম আহবায়ক তানভীর হোসেন জুয়েল, জহির উদ্দিন বাবর, চর পোড়াগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাদের প্রমুখ।
শীতার্তদের সহায়তা
ম ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় শুক্রবার স্থানীয় সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে শেরপুর রুপসী সেচ্ছাসেবী সংগঠন কর্তৃক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর আগে সংগঠনের সভাপতি রুবেল মৃধার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মুগনিউর রহমান মনি, আবু রায়হান, প্রধান শিক্ষক সৈয়দ আলী খাঁন, সাংবাদিক জাহিদুল হক সৌরভ, নাইম ইসলাম প্রমুখ।
সমাবেশ অনুষ্ঠিত
ম তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে গণদাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার তাড়াইল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ হয়। উপজেলা সভাপতি হাবিবুর রহমান ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমকে মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রিন্সিপাল ড. মাওলানা সামিউল হক ফারুকী। উপস্থিত ছিলেন প্রফেসর রমজান আলী, প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান প্রমুখ।
দোয়া ও মোনাজাত
ম টুঙ্গীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
বিএনপির টুঙ্গীপাড়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শামসুল হক শেখের নেতৃত্বে শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামছুল হক শেখ। এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির ফকির, সহ-সভাপতি ইয়াদ আলী শেখ, উপজেলা বিএনপির সদস্য ওয়াহিদুজ্জামান শেখ, জাকির শেখ জুয়েল শেখ প্রমুখ।
বিদ্যালয় পরিদর্শন
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন মুখী পলস্নী সেবক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় ইউএনও শিক্ষকদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিতি শিক্ষার সার্বিক মান ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হান্নান, উপজেলা আনসার ভিডিবি কমকতা আব্দুর হামিদ প্রমুখ।
মতবিনিময় সভা
ম হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৩নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল (নির্বাচন) আগামীকাল রোববার উপলক্ষে মতবিনিময় করেছেন সভাপতি-সাধারণ সম্পাদক-সাংগঠনিক সম্পাদক মামুন প্যানেলের প্রার্থীরা। বৃহস্পতিবার রাতে গোবিন্দপুর বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মোমেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী (হাঁস প্রতীক) আব্দুলস্নাহ আল মামুন, সাধারণ সম্পাদক প্রার্থী (চেয়ার প্রতীক) মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রার্থী (ফুটবল প্রতীক) মাহফুজ রানা। অপর প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে (হাতি প্রতীকে) মাহবুবুর রহমান খোকন, (আনারস প্রতীকে) সাধারণ সম্পাদক পদে জিয়াউদ্দিন, (মোরগ প্রতীকে) সাংগঠনিক সম্পাদক পদে আমিনুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান
ম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্যে খেলা-ধুলার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.ফারুক আহম্মেদ। বৃহস্পতিবার নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে অবস্থিত খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান শিক্ষক খলিলুর রহমান আকন্দর সভাপতিত্বে খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আশিকুর রহমান মানিক, সহকারী প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চক্ষুক্যাম্প
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
চক্ষু রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই এবং চোখের রোগীদের চিকিৎসা প্রদান করা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বৃহস্পতিবার ১৭২ রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। এ সময় সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাবেক কর কমিশনার আসাদুজ্জামান, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ আলম, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, পীরগঞ্জ ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালের পরিচালক অধ্যাপক ফয়জুল ইসলাম, কোষাধ্যক্ষ সলেমান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ
ম রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর মুনছুর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী শুক্রবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পরিষদের সভাপতি ইউএনও মাসুদ রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদু্যৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুলস্নাহ। উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও রায়পুরা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।
আইন-শৃঙ্খলা সভা
ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে বৃহস্পতিবার উপজেলা পরিষদের হল রুমে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর ইউএনও রনি খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর শ্যামনগর ও কালীগঞ্জ এলাকার দায়িত্বর মেজর ইফতেখার, সহকারী কমিশনার (ভূমি) আব্দুলস্নাহ আল রিফাত, শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউর রহমান প্রমুখ।
স্টাডি শেয়ারিং কর্মশালা
ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে 'সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় দ্বন্দ্ব বিশ্লেষণ স্টাডি ফলাফল শেয়ারিং কর্মশালা' অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গেস কিন্ডারনোথিল্ফ ই.ভি জার্মানি (কেএনএইচ-বিএমজেড) এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এ কর্মশালার আয়োজন করে। উখিয়া ইউএনও কামরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপ-সচিব আজগর আলী। উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী সচিব সানোয়ার হোসেন। স্টাডির বিস্তারিত উপস্থাপন করেন উৎপল কান্তি খিসা।
স্বাস্থ্যসেবা প্রদান
ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার তিতাসে আব্দুর রাজ্জাক ও আস্কর আলী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। উপজেলার বন্দরামপুর গ্রামের চতলতলার মোড়ে শুক্রবার ক্যাম্পিংয়ে সমাজসেবক ইঞ্জিনিয়ার আমানিলস্নাহ সেলিমের সভাপতিত্বে ক্যাম্পিং উদ্বোধনকালে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা মো. শাহ আলম। তিতাস ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ সাবেক ইউপি চেয়ারম্যান ছাদেক হোসেন সরকার, অগ্রনী ব্যাংকের সাবেক এমডি নুরুল হক, গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি ইসমাইল হোসেন মামুন প্রমুখ।