বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বাঁশখালী উপজেলা স্কাউটসের নেতৃত্বে জয়নাল-নোমান

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাঁশখালী উপজেলা স্কাউটসের নেতৃত্বে জয়নাল-নোমান

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কমিশনার পদে ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক পদে মো. নোমান জয়লাভ করেছেন। এছাড়া নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদে আরিফ মোর্শেদ ও কোষাধ্যক্ষ পদে মাহফুজুর রহমান জয়লাভ করেছেন। গত বুধবার বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, নির্বাচনে কমিশনার পদে ৩, সম্পাদক পদে ৪, যুগ্ম-সম্পাদক পদে ২ জন এবং কোষাধ্যক্ষ পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে কমিশনার পদে মো. জয়নাল আবেদীন ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সম্পাদক পদে মো. নোমান ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২২২ ভোট পেয়েছেন যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফ মোর্শেদ। কোষাধ্যক্ষ পদে ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান।

নির্বাচন কমিশনার এয়ার মুহাম্মদ বলেন, 'নির্বাচনে মাধ্যমিক, প্রাথমিক ও মাদ্রাসার মোট ৩৬০ জন ভোটারের মধ্যে ৩৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গ্রহণে নির্বাচনী দায়িত্ব পালন করেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর ও পলস্নী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে