রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সম্মুখে দুই নৈশ কোচের সংঘর্ষ ঘটে। শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এতে ২০জন যাত্রী আহত হয়।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ও পুলিশ জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বর্ণিত স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী নৈশকোচ সাদিকা তালুকদার পরিবহন যাত্রী নামাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামীর দ্রম্নত গতির নৈশকোচ রংপুর এক্সপ্রেস সাদিকা তালুকদার পরিবহণের পেছনে জোরে ধাক্কা দেয়। এতে রংপুর এক্সপ্রেস-এর সম্মুখভাগ এবং সাদিকা তালুকদার পরিবহণের পেছন দুমড়ে মুচড়ে যায়। এতে ২০ জন আহত হয়। আহতদের কারো পরিচয় মেলেনি। গুরুত্বর আহত ৬-৭জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি রয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছে। ফাঁড়ির ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, স্থানীয় জনসাধারণ, ফাঁড়ি পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালায়। গাড়ি ২টি ফাঁড়ি পুলিশের হেফাজতে রয়েছে। রে-কার বিলম্বে গাড়ি ২টি মহাসড়ক থেকে এখনও সড়ানো সম্ভব হয়নি।