বাজিতপুরে বাড়ির জায়গা নিয়ে সংঘর্ষে আহত ৫, থানায় অভিযোগ দায়ের

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে লোকমান মিয়া গং ও মান্নান মিয়া গংয়েদর মধ্যে বাড়ির জায়গা নিয়ে সংঘর্ষে মহিলাসহ গুরুতর আহত হয়েছেন ৫ জন। আহতের মধ্যে দুইজনকে বাজিতপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন- জিলস্নু মিয়া (৪০) নাছিমা আক্তার (৩৫) লোকমান মিয়া (৪৫), পারভেজ মিয়া (৫৬) ও পারভিন আক্তার (৪৫)। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, লোকমান মিয়া ও মান্নান মিয়া গংদের মধ্যে গত কয়েক বছর ধরে বাড়ির জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছিল। মান্নান মিয়া দাবি করেন, লোকমান মিয়ার লোকজন তার বাড়িঘরে হামলা চালিয়ে ব্যঅপক ভাঙচুর করে। অন্যদিকে, লোকমান মিয়ার দাবি, মান্নান মিয়ার লোকজন নাছিমা আক্তার ও জিলস্নু মিয়াকে লোহার রড দিয়ে আঘাত করেছে। এ বিষয়ে শুক্রবার সকালে উভয় পক্ষই বাজিতপুর থানায় অভিযোগ দায়ের করেন। বাজিতপুর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।