শিবপুরে প্রতিকী মাজার নির্মাণ করে মাদক ও অশ্লীলতার অভিযোগ

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

শিবপুর ( নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব গ্রামে মাজারে গান বাজনা ও অশ্লীলতার কারণে ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ বিষয়ে গত ২৬ জানুয়ারি ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন স্থানীয় সচেতন মহল। অভিযোগের বিবরণে জানা যায়, জয়নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের স্থানীয় জনৈক ভন্ড ইসমাইল হোসেন ভুয়া মাজার সাজিয়ে কিছু শান্তি বিনষ্টকারীর ছত্রছায়ায় ইসলাম প্রিয় শান্তিকামী মানুষের ইমান আকিদায় কুঠারাঘাত করে অশ্লীলতার বীজ বুনে তা বিস্তার ঘটাচ্ছে। যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছে। আমরা ভুয়া মাজার ধ্বংসসহ অশ্লীলতা ও বাউল গান বন্ধ করতে চাই। এই মাজারে আগামী ৬ ফেব্রম্নয়ারি বাউল গান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বাউল গান ও অশ্লীলতা বন্ধ করতে চায় এলাকাবাসী। মাজার পরিচালনাকারী অভিযুক্ত ইসমাইল হোসেন বলেন, 'আমি একজনের ভক্ত। ওনার নামের উপর এখানে মাজার করেছি। এখানে কোনো মানুষ কবর দেওয়া হয়নি। শুধু নামের উপর প্রতীকী মাজার করা হয়েছে। তবে এখানে কোনো মাদক বা অশ্লীলতা হয় না।' শিবপুর ইউএনও ফারজানা ইয়াসমিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।