আড়াইহাজারের সাবেক এমপি বাবুর খালাতো ভাই বাকির ভূঁইয়া গ্রেপ্তার
প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর খালাতো ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাকির ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাকে আদালতে হাজির করার পর শোন এরেস্ট দেখিয়ে আড়াইহাজার থানায় আনা হবে। এখানে আড়াইহাজার থানার মামলার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ শেষে আবারো তাকে আদালতে প্রেরণ করা হবে।