বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পূর্বঘোষিত ইউনিয়ন বিএনপির কাউন্সিল স্থগিত করা হয়েছে। এ কাউন্সিলকে কেন্দ্র করে ভোটার হালনাগাদ ছাড়াই আওয়ামী লীগের লোকজনকে ভোটার তালিকায় অন্তরভুক্ত করা, তিন ইউনিয়নের তিন প্রার্থী নিজেরাই নির্বাচন কমিশনে দায়িত্ব পালনসহ নানা অনিয়ম ও অনৈতিকতার অভিযোগ উঠেছে।
জানা যায়, অভিযোগের প্রেক্ষিতে গত ২৩ জানুয়ারি বিএনপির বোনারপাড়া দলীয় কার্যালয়ে গাইবান্ধা জেলা বিএনপির তদারকি কমিটির একটি টিম তদন্তের জন্য আসে। এ তদন্ত কমিটির প্রধান জেলা বিএনপির সহ সভাপতি আলমগীর মোন্নাফ ও সদস্য সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবু, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, দপ্তর সম্পাদক আব্দুল হাই মিয়া। তারা তদন্ত করে বিভিন্ন অনিয়মের সত্যতা পান। এরপর চুড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী সাঘাটা ইউনিয়ন বিএনপির কাউন্সিল আপাতত আগামী ২৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত স্থগিত ঘোষণা করেন। কাউন্সিল তদারকি কমিটি তদন্ত করে পরবর্তীতে পুনরায় কাউন্সিলের কার্যক্রম শুরু করবেন বলে জানা গেছে।