হবিগঞ্জের লাখাই উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাভিদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে মাঠে প্রধান শিক্ষক সীতেশ কুমার চান্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের এনার্জি রেগুলেটরি কমিশন চেয়ারম্যান জালাল আহমেদ।
এ সময় তিনি শিক্ষার্থীদের সততা ও নৈতিকতার দিক থেকে আলোকিত মানুষ হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ২৯২৩-২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের বলেন, শুধু লেখাপড়া করলেই হবে না, সততা ও নৈতিকতার দিক থেকে আলোকিত মানুষ হতে হবে নৈতিক হতে পারলেই একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে পারবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের হেড অব অপারেশন হেলাল আহমমেদ, বিএস গার্লস স্কুলের প্রধান শিক্ষক ফজলুল করিম, সমীর চন্দ্র ধর, অভিভাবক সদস্য মহসিন সাদেক, জিহাদ কামাল খোকন, আকিবুর রহমান, আব্দুস শহিদ প্রমুখ।