সোনারগাঁয়ে মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম ব্রিজ রক্ষার দাবিতে মানববন্ধন
ভিন্ন দাবিতে দোহার ও সাঘাটায় বিক্ষোভ
প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
স্বদেশ ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম ব্রিজ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও ঢাকার দোহারে রাস্তা বন্ধ করায় এবং গাইবান্ধার সাঘাটায় নবজাতক মা-শিশুর মৃতু্যর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ে মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম সেতু রক্ষায় মানববন্ধন করেছে 'সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি'। শুক্রবার সকালে পানাম এলাকায় ধংস প্রায় পানাম সেতুর পাশে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও সদস্য সেলিম আহমেদ প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, মিজানুর রহমান, সদস্য সচিব লেখক রবিউল হুসাইন, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আকতারী, উদীচী'র সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সহ- সভাপতি ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁ সাহিত্য নিকেতনের শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সমাজ সেবক বজলুর রহমান, সোনারগাঁ সাহিত্য নিকেতনের নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী, শিক্ষিকা শামীমা নাসরিন ও লতা মাহমুদ।
উপস্থিত ছিলেন সংবাদকর্মী জহিরুল ইসলাম জহির, ক্রীড়ানুরাগী নাইম ভূইঁয়া, সংগঠক খাদিজা আক্তার, রাসেল আহমেদ, শীতল চন্দ্র, শিক্ষার্থী আদেল রহমান, আলভী আহমেদ ও পরশ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁয়ের পানাম নগরীর পাশে পঙ্খীরাজ খালের উপর নির্মিত মুঘল শাসনামলের পানাম সেতুটির এখন জরাজীর্ণ অবস্থা। অযত্ন অবহেলা ও সংরক্ষণের অভাবে সেতুটি ধংসের দ্বারপ্রান্তে। দ্রম্নত এ ঐতিহাসিক সেতুটি সংস্কার করে পর্যটকদের পরির্দশনের ব্যবস্থা করার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে আহ্বান জানানো হয়।
দোহার (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার দোহার উপজেলায় রাস্তা বন্ধ করে গাইড ওয়াল নির্মাণ করে এলাকার লোকজনের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় স্থানীয় শাহাবুদ্দিন চিশ্িত হিরু নামের এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার বাদ জুম্বা উপজেলার সুন্দারীপাড়া এলাকায় এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে স্থানীয় মানু ভূঁইয়া অভিযোগ করে বলেন, 'আমরা সকলে কয়েক যুগ ধরে এই রাস্তাটি দিয়ে চলাচল করলেও কিছুদিন আগে গাইড ওয়াল নির্মাণ করে রাস্তার অধিকাংশ জায়গা বন্ধ করে দেন জমির মালিক শাহাবুদ্দিন চিশ্িত হিরু গংরা। এতে চরম দুর্ভোগে পরেছে এই এলাকার প্রায় ২শতাধিত পরিবার। মোকলেস মোলস্না বলেন, এ রাস্তাটি বন্ধ করায় আমরা এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছি।
অভিযুক্ত শাহাবুদ্দিন চিশ্িত হিরু জানান, 'আমি আমার ব্যক্তিগত জায়গায় গাইড ওয়াল নির্মাণ করেছি। বরং আমি রাস্তার জন্য ৪ ফিট জায়গা ছেড়ে দিয়ে ওয়াল নির্মাণ করেছি। এখন পাশের জমি যার তিনি ৪ ফিট জায়গা ছেড়ে দিলেই তো ৮ ফিট রাস্তা হয়ে যায়। রাস্তার জন্য সম্পূর্ণ জায়গা আমাকে একা দিতে হবে এটা কোন আইনের কথা নয়।'
সাঘাটা ( গাইবান্ধা ) প্রতিনিধি জানান, গাইবান্ধার সাঘাটায় ভুল সিজারিয়ান অপারেশনে প্রসূতি শিরিন আক্তার (২৬) এবং তার নবজাতকের মর্মান্তিক মৃতু্যর ঘটনায় অভিযুক্ত বোনারপাড়া ডিজিটাল হাসপাতাল কর্তৃপক্ষের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার সাঘাটা উপজেলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।