রূপসায় ইউপি চেয়ারম্যানকে মারপিটে তিনজন বহিস্কার
প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রূপসা (খুলনা) প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দুকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করেছে দলটি।
ভুক্তভোগী ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারী দুপুরে ইউনিয়ন পরিষদে শালীশ বিচার চলাকালে একদল দুর্বৃত্ত চেয়ারম্যানের উপর হামলা করে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরবর্তীতে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে চেয়ারম্যানকে উদ্ধার করে। এর পর তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত আজিজুল ইসলাম নন্দু জানান, কিছুদিন পূর্বে কয়েকজন সঙ্গবদ্ধ চোর চাঁদপুর গ্রামের কয়েকটি মৎস্য ধরে চুরি করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে তাদের জরিমানা করা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে তার উপর হামলা করা হয়েছে।
রূপসা থানার ওসি জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ঘটনার পর জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু স্বাক্ষরিত একটি কপিতে শাহজালাল লস্কর, খালিদ লস্কর ও সজীব মোলস্নাকে বহিষ্কার করেছেন।