প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রম্নত নির্বাচন দিন :নায়েবে আমীর

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুলস্নাহ মুহাম্মদ তাহের বলেছেন, 'কতিপয় সংস্কার জরুরী। সংস্কারবিহীন নির্বাচন যেমন অর্থবহ হবে না, তেমনি নির্বাচন না করে সংস্কারের জন্য সময় ক্ষেপণ দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না। জামায়াত পরিষ্কারভাবে বলতে চায়, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রম্নত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।' শুক্রবার সকালে কুমিলস্নার চৌদ্দগ্রাম উপজেলার চৌমুহনী বাজার সংলগ্ন মাঠে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হালিম। মাহফিলে প্রধান বক্তা ছিলেন ইসলামি চিন্তাবিদ মুফতি আমীর হামজা। বিশেষ বক্তা ছিলেন মাওলানা ইয়াহইয়া তাকী। স্থানীয় চৌমুহনী মর্ডান স্কুল অ্যান্ড মাদ্রাসার সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন কুমিলস্না দক্ষিন জেলা জামায়াতের আমীর এ্যাড. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, কুমিলস্না দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মহিউদ্দিন রনি, সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, কুমিলস্না সেন্ট্রাল মেডিকেল কলেজের পরিচালক ডা. ফজলুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম, সেক্রেটারি আবু তাহের প্রমুখ।