বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বাংলা বছরের মধ্যেই বেদনা নদীর খননের কাজ শেষ হবে

-মন্ত্রিপরিষদ বিভাগের সচিব
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাংলা বছরের মধ্যেই বেদনা নদীর খননের কাজ শেষ হবে
সাতক্ষীরার আশাশুনির পাউবোর প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ -যাযাদি

মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ সাংবাদিকদের উদ্দেশে বলেন, চলতি বাংলা বছরের মধ্যে নদী খনন কাজ শেষ হবে। তখন মানুষের মুখে হাসি ফুটবে ইনশালস্নাহ। এলাকার মানুষ দায়িত্বশীলতার সাথে সরকারের সকল সুযোগ সুবিধা পাবে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা জেলার পোল্ডার- ১, ২, ৬-৮ এবং (এক্সটেনশান) এর নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের সমাপ্তকৃত ও চলমান কাজ পরিদর্শন করেছেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় তিনি আশাশুনিতে আসেন। এ সময় তিনি সাংবাদিকদের উদ্যেশে উপরোক্ত কথাগুলো বলেন।

আশাশুনির কুল্যা বেতনা নদী খনন কাজ দেখতে তিনি কুল্যা ব্রিজের কাছে কাজের স্থানে যান। সেখানে সরেজমিন কাজ দেখার পাশাপাশি প্রকল্পের কাজের খোঁজ খবর নেন।

এ সময় পাউবোর চীপ ইঞ্জিনিয়ার বিদু্যৎ কুমার সাহ প্রকল্পের আওতায় সমাপ্তকৃত ও চলমান কাজের তথ্য সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, ২০২০ সালে একনেকে প্রকল্প পাশ হয় এবং ২০২১ সালে কাজ শুরু হয়। এ বছর জুনের মধ্যে প্রকল্প শেষ হবে।

এপ্রিল মাসের মধ্যে বেতনা নদীর খনন কাজ শেষ হবে। ৩১টি স্স্নুইস গেটের কাজ প্রকল্পের অধীনে করা হচ্ছে। বাকী গেটগুলো অন্য ফান্ড থেকে করা হবে। তিনি বলেন, খনন এর সময় বেচে থাকা অতিরিক্ত মাটি ওপেন সেলের মাধ্যমে বিক্রয় করা হবে। প্রকল্পের কাজ করছে রামপাল ট্রেড ইন্টারন্যাশনাল ডবিস্নউইএল-এডবিস্নউআর (জেবি) ঠিকাদারী প্রতিষ্ঠান।

এসময় খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, ডিআইজি রেজাউল হক পিপিএম, পাউবোর এক্সেন শাখাওয়াত হোসেন, এসই সৈয়দ সাইদুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, এসপি মনিরুল ইসলাম, ইউএনও কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, ওসি নোমান হোসেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে