বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

দেশের প্রাণি চিকিৎসক ও গবেষকদের বৈজ্ঞানিক সম্মেলন শুরু আজ

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আজ শনিবার (১ ফেব্রম্নয়ারি) থেকে শুরু হচ্ছে 'বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ' (বিএসভিইআর)-এর ৩১তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের ১৩টি বিশ্ববিদ্যালয় ও ছয়টি প্রতিষ্ঠানসহ দেশি বিদেশি মোট ৫শ'র অধিক গবেষক, প্রাণি চিকিৎসক ও শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জকে সামনে রেখে এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে 'প্রাণীর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব'। সম্মেলনে ১২ টি টেকনিক্যাল সেশনে গবেষণামূলক ৯০টি মৌখিক এবং ১৬২টি পোস্টার উপস্থাপন করা হবে। বিএসভিইআরের ৩১তম বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে এসব কথা বলেন বিএসভিইআরের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুকুমার সাহা। শুক্রবার সকাল ১০টায় বাকৃবির ভেটেরিনারি অনুষদের মেডিসিন কনফারেন্স রুমে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিএসভিইআরের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, ৩১তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুনসহ আয়োজক কমিটি ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য। সংবাদ সম্মেলনে ড. সুকুমার সাহা বলেন, 'জলবায়ু পরিবর্তনের ফলে প্রাণিদের তাপজনিত চাপ বৃদ্ধিসহ মশা, মাছি ও টিকবাহিত (আঠালি) রোগের মতো বিভিন্ন রোগের বিস্তার ঘটছে। পাশাপাশি খাদ্য নিরাপত্তার ঝুঁকি বাড়ছে। অপ্রত্যাশিত আবহাওয়ায় কৃষি, পানিসম্পদ, বাস্তুতন্ত্র ও প্রাণি স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলছে। তাই এই সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো- খাদ্য নিরাপত্তা, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ওয়ান হেলথ বিষয়ে সচেতনতা বৃদ্ধি। এছাড়াও পরিবেশবিদ ও ভেটেরিনারিয়ানদের মধ্যে পারস্পরিক সহযোগিতা গড়ে তোলা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই পরিকল্পনা প্রণয়ন এবং প্রাণী ও মানুষের সংক্রামক রোগ (জুনোটিক রোগ) সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি প্রাণিজ উৎপাদন বৃদ্ধি ও মৃতু্যহার হ্রাস এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা তৈরির মনোভাব তৈরী করাও সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়া উপস্থিত থাকবেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, ইন্টার এগ্রো বিডির ব্যবস্থাপনা পরিচালক ড. এ কে এম খশরুজ্জামান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঘানায় নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সিনিয়র অ্যানিমেল প্রোডাকশন অ্যান্ড হেলথ অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ শামছুদ্দিন।