বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আ'লীগ নেতাসহ তিন জেলায় গ্রেপ্তার ৪

স্বদেশ ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আ'লীগ নেতাসহ তিন জেলায় গ্রেপ্তার ৪
আ'লীগ নেতাসহ তিন জেলায় গ্রেপ্তার ৪

তিন জেলায় বিভিন্ন মামলায় আওয়ামী লীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোলঅ, কুড়িগ্রামের রাজারহাট ও ময়মনসিংহের তারাকান্দায় তাদের গ্রেপ্তার করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলায় বিপুল পরিমাণ গাঁজাসহ লঞ্চঘাট এলাকা থেকে হেফাজত আলী আরমান (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আরমান ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তালুকদার বাড়ির উজ্জল সর্দারের ছেলে।

শুক্রবার বিকেলে ভোলা সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে মডেল থানার ওসি আবু সাহাদাৎ হাচনাইন পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ পুলিশ সদস্যরা ইলিশা লঞ্চঘাটে অভিযান পরিচালনা করে। ওই সময় লঞ্চঘাটের পল্টুন থেকে একটি ব্যাগ ভর্তি ৬ কেজি গাঁজাসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভোলা মডেল থানায় একটি মাদক আইনে মামলা দিয়ে তাকে ভোলার আদালতে পাঠানো হেয়ছে।

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এটিএম সাজেদুর রহমান মন্ডল চাঁদকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠিয়েছে। শুক্রবার তার গ্রামের বাড়ি দুধখাওয়া মন্ডলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে থানার ওসি আশরাফুল ইসলাম নিশ্চিত করেন।

তিনি ওই গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে। এছাড়া তিনি রাজরাহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের সহকারি অধ্যাপক। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চাঁদ বাহিনী গঠন করে টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্ম করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিসকা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাকির আহমেদ বাবুলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিসকা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত আড়াইটায় মিনিটে তারাকান্দা থানা পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিষকা ইউপি চেয়ারম্যান গজহপুর গ্রামের মৃত ছফির উদ্দিন মাস্টারের ছেলে সাকির আহমেদ বাবুল(৫২) ও একই গ্রামের মৃত শরাফ উদ্দিন মন্ডলের ছেলে ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই মোশারফ হোসেনকে (৪২) গ্রেপ্তার করে।

এ বিষয়ে তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান, বিসকা ইউপি চেয়ারম্যান সাকির আহমেদ বাবুলকে সন্ত্রাস দমন আইনে ও মোশারফ হোসেনকে বিস্ফোরক আইনে গ্রেপ্তার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে