পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিবের সঙ্গে ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন ঢালচরের মৎসজীবী ও জেলেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এক সরকারি সফরে স্পীডবোট যোগে মনপুরার ঢালচরে আসেন দুই সচিব।
শুক্রবার উপজেলার কলাতলী ইউনিয়নের ঢাল চরে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শুভ দেবনাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান।
এ সময় প্রান্তিক মৎস্যজীবী জেলেদের পেশাগত উন্নয়ন, জেলেদের মাছ ধরার কৌশল, এবং জেলেদের সুযোগ সুবিধা প্রদানে মতবিনিময় করা হয়। সভায় জেলেরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
সভা শেষে সচিবদ্বয় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেন। এবং মনপুরার ঢালচরে নবনির্মিত লঞ্চঘাট রক্ষায় ৩ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ ঘোষণা করেন।
এ সময় উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা মাহতাব উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপ সচিব কামাল হোসেন, মনপুরা থানার ওসি আহসান কবির ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক জোবায়ের হাসান রাজিব চৌধুরী প্রমুখ।