চালক ইউনিয়ন নির্বাচন
ম ঝিনাইদহ প্রতিনিধি
কালীগঞ্জ উপজেলা রিক্সা ভ্যান চালক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দাউদ হোসেন ও সাধারই সম্পাদক পদে শরিফুল ইসলাম বিজয়ী হন। বুধবার ভোট গ্রহণ করা হয়। শহরের মেইন বাসস্ট্যান্ডে অবস্থিত ইউনিয়ন ভবনের সামনে স্থাপিত কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নে মোট ভোটার ১ হাজার ৬৭২ জন। এরমধ্যে ১ হাজার ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে দাউদ হোসেন চেয়ার প্রতিকে ৫০২ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম মোরগ প্রতিকে ৬১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডং অফিসার রাশেদ সাত্তার তরু রাত ৮টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।
মাসিক সভা
ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে মাদক ও পুকুর খনন ঘটনায় মাসিক আইন শৃঙ্খলা সভায় সকলের সহযোগিতা কামনা করছেন ইউএনও জান্নাতুল ফেরদৌস। ৫ আগস্টের পর পুলিশের নিস্কৃয়তার সুযোগে চারঘাটে মাদক ছড়িয়ে পড়ায় যুব সমাজ আজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। আর মাদকের অর্থ জোগান করতে চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে। তাই দ্রম্নত সময়ের মধ্যে বাল্যবিবাহ, মাদক ও পুকুর খনন প্রতিরোধে কার্য্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়। বৃহস্পতিবার মাসিক আইন শৃঙ্খলা সভায় এমন বক্তব্য তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড আরিফ হোসেন, চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ (প্রতিনিধি) কাওসার আহম্মেদ ভূইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌফিকুল ইসলাম, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।
\হ
মতবিনিময় সভা
ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
বৃহস্পতিবার সকালে কুমিলস্নার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি ছিলেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি ড. আবু মোহাম্মদ জাকির হোসেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রশিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিলস্না জেলা সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সরোয়ার আকবর, ইউএনও মোহাম্মদ রহমত উলস্নাহ, চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন, ডা. মেছবাহ উল আলম প্রমুখ।
সমাবেশ অনুষ্ঠিত
ম দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি
সোশ্যাল ইসলামী ব্যাংকের পিএলসি দেবিদ্বার শাখার উদ্যোগে বুধবার বিকেলে অফিস কক্ষে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক অফিসার মো. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় এভিপি ও শাখা ব্যবস্থাপক বিলস্নাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কামরুল ইসলাম, এফ এভিপি অপারেশন ম্যানেজার, মোহাম্মদ মতিউর রহমান, সিনিয়র অফিসার ইনভেস্টমেন্ট ইনচার্জ। গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন মেসার্স সুমি এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সেলিম সরকার, মেসার্স নজরুল এন্টার প্রাইজের স্বত্বাধিকারী নজরুল ইসলাম, মেসার্স হাওয়া হানি এন্টার প্রাইজের স্বত্বাধিকারী আব্দুল হালিম, মো. মামুন প্রমুখ।
পিঠা উৎসব
ম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এনায়েতপুরের যমুনা পাড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয় চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. হোসেন রেজা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াকুব শরীফ, ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান নাজনীন শাহরিয়ার, ইসলামি স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো: আতিকুল ইসলাম, প্রভাষক মাহফুজুর রহমান সহ সব বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ত্রাণসামগ্রী প্রদান
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর মাঝিপাড়াতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শান্ত ও সুমনের পরিবারের মধ্যে ২ বান্ডিল করে ঢেউটিন, শীতবস্ত্র কম্বল ও শুকনো খাবার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক দিনাজপুরের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে প্রাপ্ত এসব ত্রাণসামগ্রী প্রদান করেন ইউএনও রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যানের সাজ্জাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সুজন মিয়াসহ অনেকে।
\হউলেস্নখ্য, গত ২১ জানুয়ারি রাত সাড়ে ৮ দিকে বৈদু্যতিক শর্ট সার্কিটে শান্ত ও সুমনের তিনটি ঘর ও ঘরে রক্ষিত মালামাল পুড়ে ভষ্মিভূত হয়। এতে পরিবার দুইটির ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকান্ডের সময় কাজের সুবাদে বাড়িতে কেউ ছিলেন না।
পুরষ্কার বিতরণ
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি ফারাশিদ বিন এনাম। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান কাজল ভূইয়া। প্রধান প্রতিথি ছিলেন জামাত ইসলামি বাংলাদেশের কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক রমজান আলী। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কাইয়ুম খান হেলাল, বাজিতপুর উপজেলা প্রকৌশলী বনি আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্চন শীল।
লিফলেট বিতরণ
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর খেলার মাঠে বৃহস্পতিবার ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার নির্দেশে কাজল ভূইয়া, বিএনপি জেলা সদস্য কাইয়ুম খান হেলালসহ আরও নেতৃবৃন্দ বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য সহস্রাধিক লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে কাজল ভূইয়া বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদি সরকার দেশকে দুর্নীতিতে লন্ড ভন্ড করে দিয়েছে। এছাড়া বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।
কৃষকদলের সমাবেশ
ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলী উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের বিমাছড়া এলাকায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কৃষকদলের আয়োজনে বিমাছড়া গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকদলের আহ্বায়ক বিশু সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ। উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কালা তনচংগ্যার সঞ্চালনায় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জিকো দে, জেলা কৃষকদলের সদস্য জসিম উদ্দিন গাইন্দ্যা ইউনিয়ন কৃষকদলের সভাপতি অক্ষয় তনচংগ্যা, জাসাসের সা্ংগটনিক সম্পাদক প্রশান্ত, সুনীল তনচংগ্যা, আনুমং মারমা, জেলা তাঁতীদলের সদস্য আবচার আলী প্রমুখ।
আইনশৃঙ্খলা সভা
ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। ইউএনও আনিছুর রহমান বালীর সভাপতিত্বে নবকাম কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক, সালথা থানার ওসি তদন্ত কেএম মারুফ হাসান রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান
ম শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত বুধবার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান চলে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। ইউএনও পলস্নব হোম দাসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- পৌর বিএনপি সভাপতি ফরিদ আহমেদ অলি, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, কলেজের অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, অধ্যক্ষ আব্দুলস্নাহ আল মামুন, পৌর যুবদলের আহবায়ক প্রভাষক কামরুল হাসান রিপন, সদস্য সচিব সাবেক পৌর কাউন্সিলর ফাহিন হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ফরহাদ, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন সাঁই, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।
সভা অনুষ্ঠিত
ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউএরনও সুমাইয়া মমিনের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ, ওসি (তদন্ত) মো. মফিজ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা বেগম, উপজেলা মৎস্য অফিসার নাজমা আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুকসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও একই স্থানে উপজেলা ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির সমন্বয় কমিটির সভা এবং উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা দুটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালা
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ৫ দিন ব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)'র আয়োজনে ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন ঝিনাইদহের বিভিন্ন সরকারি দপ্তরের ৩০ জন কর্মকর্তা। সমাপনী দিনে কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. তানভীর হাসান। সমাপনী দিনের অনুষ্ঠানে বারটান'র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সোনিয়ার শারমিন, সরকারী বৈজ্ঞানিক কর্মকর্তা বেলাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ
ম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের রড়ইবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ মাঠে বুধবার সন্ধায় দুঃস্থ্য, অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সহ-আইন বিষয়ক সম্পাদক ও রমনা থানা মহিলা বিএনপি'র আহবায়ক অ্যাড. তামান্না খানম আইরিনের ব্যাক্তিগত আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়ে্যদুল আলম বাবুল। এ সময় চাপাইর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোফাক্ষর হোসেন বাদলের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি'র সহ-সভাপতি চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি ডি.জি. রব্বানী, এশিয়ার সেরা নারী উদ্যোক্তা ও সমাজ সেবক আসমা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
তারুণ্য মেলা
ম লাকসাম (কুমিলস্না) প্রতিনিধি
তারুণ্য উৎসব উপলক্ষে কুমিলস্নার লাকসামে তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে নবাব ফয়জুন্নেচ্ছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্য মেলার উদ্বোধন করেন ইউএনও কাউসার হামিদ। উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দীন, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মিজানুর রহমান সেলিম, প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল, গোলাম ফারুক, এডভোকেট নিজাম উদ্দিন, জামিলুর রহমান সোহেল, মাইনুল হক মজুমদার মিঠু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মিনহাজ প্রমুখ।
মতবিনিময় সভা
ম মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তার বৃহস্পতিবার উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে মুকসুদপুর প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক যায়যায় দিন উপজেলা প্রতিনিধি ছিরু মিয়ার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের মুকসুদপুর উপজেলা প্রতিনিধি এবং দৈনিক এই আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি কাজী মো.ওহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সরকারী মুকসুদপুর কলেজের প্রভাষক মাহাবুব হাসান বাবর, মুকসুদপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিনের উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান লেবু, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন ও দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি প্রচার সম্পাদক ও দৈনিক ভোরের ডাকের মুকসুদপুর উপজেলা প্রতিনিধি হুসাইন আহম্মেদ কবির প্রমুখ।
পিঠা উৎসব
ম দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এবারও অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। বৃহম্পতিবরি উৎসবে শিক্ষার্থীদের উপচে পড়া ঢল লক্ষ্যকরা গেছে। এতে ১৪ স্টল স্থান পায়। পিঠা উৎসব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা সহকারী কমিশার (ভুমি) কে.এইচ. তাসফিকুর রহমান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসমত আলীসহ সকল শিক্ষক।
বিদায় সংবর্ধনা
ম মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছার ঐতিহ্যবাহি প্রতিষ্ঠান ঝনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন শিক্ষক অমল চন্দ্র আচার্য্য। দীর্ঘ ৩৫ বছর ধরে ছাত্র-ছাত্রীদের মধ্যে ছড়িয়েছেন শিক্ষার আলো। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজুল হক বিএসসি, প্যারি মোহন দত্ত, মোফাজ্জল হোসেন, আমজাদ হোসেন, আব্দুর রশিদ, সাইদুর রহমান, মনোরন্জন পন্ডিত, প্রাক্তন ছাত্র রেজাউল করিম, হাসিবুর রহমান, আব্দুল জলিল, দিদারুল ইসলাম, আলমগীর হোসেন, মনিরা তরফদার, শামিমা আক্তার, রফিকুল ইসলাম, সালমা আক্তার শিউলি, আবুল কালাম, আমিরুল ইসলাম, মোহাম্মদ রেজাউল, আব্দুল আলীম, হাবিবুর রহমান প্রমুখ।