কালিয়াকৈরে এক বাড়িতে ডাকাতি, মোবাইল সেট ও স্বর্ণ লুট

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০০

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গার বান্দ প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাত সাড়ে তিনটার দিকে সিরাজুল হকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে নিয়ে যায়। ডাকাতির খবর মসজিদের মাইকে প্রচার হলে ডাকাতরা গুলি করে জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা পালিয়ে যায়। সকাল বেলা এলাকাবাসী ডাকাতকবলিত বাড়ির রাস্তার পাশে দেখতে পাই রাতে যে গুলির শব্দ হয়েছিল সেটি মুলত গুলির শব্দ নয়। ডাকাতরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে গেছে। সকাল বেলা ওই বাড়ির পাকা রাস্তার পাশে একটি বিষ্ফোরিত ককটেলের খোসা ও তিনটি অবিষ্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে। পরে মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শ করেন এবং ডাকাতদের ব্যবহৃত দুটি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করে নিয়ে যান। কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওটা তেমনকিছু না। শুধু দুটি মোবাইল সেট ও একটি চেইন নিয়ে গেছে। তদন্ত করা হচ্ছে, আশা করি বেরিয়ে যাবে।