মেহেরপুরে কৃষি ও কৃষকের অধিকার সংরক্ষণের্ যালি-আলোচনা সভা
প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০০
মেহেরপুর প্রতিনিধি
'কৃষক বান্ধব প্রযুক্তির সম্প্রসারণই হোক আমাদের অঙ্গীকার' এই প্রতিপাদ্যের্ যালি ও আলোচনা সভা করেছে মেহেরপুর কৃষি ও কৃষক অধিকার সংরক্ষণ পরিষদ। বৃহস্পতিবার জেলা প্রশাসক র্কাযালয়ের সামনে থেকে একটির্ যালি বের হয়। পরে মেহেরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্
যালি ও আলোচনা সভায় কৃষি ও কৃষক অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি সাইদুর রহমান শাহীনসহ জেলার কৃষি উদ্দ্যোক্তা ও উপসহকারি কৃষি কর্মকর্তারা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, কৃষক ও কৃষকদের অধিকার সংরক্ষণে কাজ করে যাবে কৃষি ও কৃষক অধিকার সংরক্ষণ পরিষদ। কৃষিখাতকে আরও উন্নত করতে নতুন নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি জেলায় যেন নতুন নতুন ফসল আবাদ হয় এবং চাষিরা লাভবান হয় সেজন্যও কাজ করা হবে।