নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, দখলবাজ ও লুটতরাজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মুড়াপাড়া ইউনিয়ন যুবদল ও ছাত্র দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিলটি মুড়াপাড়া বাজার থেকে রূপসী-কাঞ্চন বাইপাস সড়কে দিয়ে উপজেলা পরিষদ হয়ে মঠের ঘাট শিল্প কলা মাঠে এসে শেষ করে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ, যুবদল নেতা মেহের কাজল, পলাশ ফারুক, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সানি মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সুজন আহমেদ, সাবেক সিনিয়র সহ সভাপতি নাঈম আহম্মেদ, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম নয়ন, মোঃ সালাউদ্দিন সানি, মোঃ শামীম, কলেজ ছাত্র দল নেতা সায়েম, মুড়াপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আলেক চান সহ অন্যান্য নেতাকর্মীরা।