বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

গোদাগাড়ীতে টয়লেটের হাউজ খুঁড়তে গিয়ে মূর্তি উদ্ধার

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
  ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০০
গোদাগাড়ীতে টয়লেটের হাউজ খুঁড়তে গিয়ে মূর্তি উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে পুকুর পাড় হতে একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রিশিকুল ইউনিয়নের চব্বিশনগর ছয়ঘাটি এলাকা হতে মূর্তিটি উদ্ধার করা হয়।

ওই গ্রামের মাহবুব হাসান জানান, বৃহস্পতিবার মৃত আতাব উদ্দীন সরকারের পুকুর পাড়ে উত্তর দিকে খোকন নামের এক যুবক টয়লেট করার জন্য হাউজ খুঁড়ছিলেন। এ সময় মূর্তিটি পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে তা দেখার জন্য ভিড় করেন স্থানীয়রা। পরে মাহবুব হাসান কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে এসআই নিজাম এসে তা উদ্ধার করে নিয়ে যান।

তিনি আরও জানান, মূর্তিটি দেখতে কালো এবং এক সাইড ভাঙা। ওজন প্রায় ৩০ কেজির উপরে হবে আর উচ্চতায় সাড়ে ৩ ফুট হতে পারে। তবে উদ্ধারকৃত মূর্তিটি কষ্টিপাথরে কিনা তা কেউ বলতে পারেনি।

কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) শহিদুল ইসলাম শহিদ বলেন, স্থানীয়রা খবর দিলে সেখান হতে একটি মূর্তি নিয়ে আসা হয়েছে। এটা মূলত কষ্টি পাথরের মনে হচ্ছে না। প্রাচীন আমলের সাধারণ পাথরের মনে হয়েছে। আমাদের পক্ষ হতে একটি জিডি করা হয়েছে। এটি কোর্টে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে